Nitin Menon in Ashes 2023: অ্যাসেজে দেখা যাবে এই ভারতীয় আম্পায়ারকে!
The Ashes: ২০২৩ সালের জুন মাসে অ্যাসেজ সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজের ৫ম টেস্ট ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন নীতীন। বর্ডার-গাভাসকর ট্রফির পর অ্যাসেজ সিরিজে আম্পায়ারিং করা নীতীনের স্বপ্ন ছিল।
২০২৩ সালের জুন মাসে অ্যাসেজ সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। এই ঐতিহাসিক সিরিজের আয়োজক এ বার ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। একই সঙ্গে ভারতের আম্পায়ার নীতিন মেননকেও অ্যাসেজে দেখা যাবে। তিনি ৬ থেকে ১০ জুলাই সিরিজের তৃতীয় এবং ১৯ থেকে ২৩ জুলাই চতুর্থ টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ২৭ থেকে ৩১ জুলাই সিরিজের ৫ম টেস্ট ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন নীতীন। ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে নীতীন মেনন বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। বিরাট কোহলি সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে দেওয়া তাঁর বিতর্কিত আউটে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়েন। তাঁকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। বর্ডার-গাভাসকর ট্রফির পর অ্যাসেজ সিরিজে আম্পায়ারিং করা নীতীনের স্বপ্ন ছিল। নীতীন বলেছেন,’অ্যাসেজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা আমার সবসময়ই স্বপ্ন ছিল’।নীতীন বর্তমানে আইপিএল ২০২৩-এও আম্পায়ারিং করছেন। এই ভারতীয় আম্পায়ার এখনও পর্যন্ত ৪২টি ওয়ানডে,৪০টি টি-২০ এবং ১৮টি টেস্টে আম্পায়ারিং করেছেন।