FIFA World Cup 2022: 'অসভ্য' ফুটবল অনুরাগীদের কাতার যাওয়ার অনুমতি নেই!

FIFA World Cup 2022: ‘অসভ্য’ ফুটবল অনুরাগীদের কাতার যাওয়ার অনুমতি নেই!

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 15, 2022 | 7:01 PM

৬,০০০ আর্জেন্টাইন ফুটবল অনুরাগীকে কাতার স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিশেষ করে যাঁরা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত।

বিশ্বকাপ শুরুর আগেই মেসিদের জন্য দুঃসংবাদ। না কোনও চোট সমস্যা নতুন করে তৈরি হয়নি। বা কোনও তারকাকেও বাদ দেওয়া হয়নি বিশ্বকাপ থেকে। দুঃসংবাদের কারণ একদল সমর্থককে নিয়ে সরকারের মনোভাব। বুয়েনস আইরেস সরকার জানিয়েছে, ৬,০০০ আর্জেন্টাইন ফুটবল অনুরাগীকে কাতার স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিশেষ করে যাঁরা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। এই সব অনুরাগীদের কাতার যাওয়ার কোনও অনুমতি নেই। পরিষ্কার জানিয়েছে আর্জেন্টিনা সরকার।