FIFA World Cup 2022: বিশ্বকাপে রেকর্ড গড়বে ভারত?

FIFA World Cup 2022: বিশ্বকাপে রেকর্ড গড়বে ভারত?

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 15, 2022 | 7:28 PM

যে সব দেশগুলি বিশ্বকাপ খেলছে না, তাদের হিসেবে ভারতের দর্শক সংখ্যা ছিল তৃতীয়। শীর্ষে আমেরিকা, দ্বিতীয় স্থানে ছিল চিন।

ফুটবল বিশ্বকাপে দেশের জাতীয় দলের মাঠে নামাটাই ভারতীয় সমর্থকদের কাছে বহু দূরের স্বপ্ন। রেকর্ড গড়া তো দূরের কথা । তবে দর্শক সংখ্যার বিচারে হয়ত কাতারে রেকর্ড গড়তে চলেছেন ভারতীয়রা। পরিসংখ্যান বলছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভারতের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৯ হাজার ৩৫২টি টিকিট। যে সব দেশগুলি বিশ্বকাপ খেলছে না, তাদের হিসেবে ভারতের দর্শক সংখ্যা ছিল তৃতীয়। শীর্ষে আমেরিকা, দ্বিতীয় স্থানে ছিল চিন।

তবে এবার আর তৃতীয় নয়। যেসব দেশ ফুটবল খেলছে না সেইসব দেশগুলির দর্শক সংখ্যার বিচারে এ বার শীর্ষে থাকতেই পারে ভারত। এমন সম্ভাবনার কথা বেশ শোনা যাচ্ছে।

Published on: Nov 15, 2022 07:28 PM