Adani: কোন শিল্পে আদানির বিনিয়োগ ৯০০৪ কোটি?
আগামী বছরের মার্চ মাসে আদানি গ্রুপ তামা তৈরি করবে। আদানি গ্রুপের একটি সহযোগী সংস্থা হল কচ্ছ কপার লিমিটেড। এই সংস্থা শুরু করেছে গ্রিনফিল্ড কপার শোধনাগার প্রকল্প। জানা গিয়েছে,বছরে এই সংস্থা ১ মিলিয়ন টন তামা তৈরি করবে ২টি ধাপে। এই প্রকল্পটি করতে আদানি গ্রুপ খরচ করেছে প্রায় ৯০০৪ কোটি টাকা। প্রথম ধাপে তামা তৈরি করা হবে ০.৫ মিলিয়ন টন ।
আগামী বছরের মার্চ মাসে আদানি গ্রুপ তামা তৈরি করবে। আদানি গ্রুপের একটি সহযোগী সংস্থা হল কচ্ছ কপার লিমিটেড। এই সংস্থা শুরু করেছে গ্রিনফিল্ড কপার শোধনাগার প্রকল্প। জানা গিয়েছে,বছরে এই সংস্থা ১ মিলিয়ন টন তামা তৈরি করবে ২টি ধাপে। এই প্রকল্পটি করতে আদানি গ্রুপ খরচ করেছে প্রায় ৯০০৪ কোটি টাকা। প্রথম ধাপে তামা তৈরি করা হবে ০.৫ মিলিয়ন টন ।অ্যালুমিনিয়াম ও ইস্পাত ধাতুর চাহিদা সব থেকে বেশি । টেলিকম ও বৈদ্যুতিক যানের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তামার চাহিদাও বেড়েছে। ভারত তামার এই বিপুল চাহিদা মেটাতে পারছে না। এই জন্য তামা আমদানির পরিমাণ বেড়েছে। ভারত ২০২৩ অর্থবছরে তামা আমদানি করেছে ১ লাখ ৮১ হাজার টন। তামা রফতানি করেছে ৩০ হাজার টন। মনে করা হচ্ছে ২০২৭ সালে তামা তৈরির পরিমাণ হবে ১.৭ মিলিয়ন টন।
Latest Videos