UPI In Abroad: বিদেশের কোথায় ইউপিআই চালু আছে জানেন?

UPI In Abroad: বিদেশের কোথায় ইউপিআই চালু আছে জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 03, 2023 | 7:14 PM

ফ্রান্সে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই নিয়ে বড় ঘোষণা করেন। তিনি জানান, ভারতের ইউপিআই ব্যবহার করা যাবে ইউরোপের দেশেও। দেখে নিন ভারতের বাইরে কোন কোন দেশে ইউপিআই ব্যবহার করা যাবে। ২০২১ সালে ভুটান শুরু করে ইউপিআই পরিষেবা । এই পরিষেবাতে জুটি বেঁধেছিল NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড ও রয়্যাল মানিটারি অথরিটি ।

ফ্রান্সে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই নিয়ে বড় ঘোষণা করেন। তিনি জানান, ভারতের ইউপিআই ব্যবহার করা যাবে ইউরোপের দেশেও। দেখে নিন ভারতের বাইরে কোন কোন দেশে ইউপিআই ব্যবহার করা যাবে। ২০২১ সালে ভুটান শুরু করে ইউপিআই পরিষেবা । এই পরিষেবাতে জুটি বেঁধেছিল NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড ও রয়্যাল মানিটারি অথরিটি । এই কারণে ভুটানে বেড়াতে গিয়ে ভারতীয়রা ব্যবহার করতে পারবেন ইউপিআই। ওমান দেশে ২০২২ সালে ইউপিআই পরিষেবা শুরু হয়। সেখানে গেলেও ভারতীয়রা ব্যবহার করতে পারবেন ইউপিআই। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে ইউপিআই পরিষেবা শুরু হয়। সহজেই সেখানে ভারতীয়রা টাকা পাঠাতে পারবেন অন্য জায়গায়। ভারতীয়রা তাইওয়ান,কম্বোডিয়া,ভিয়েতনাম,থাইল্যান্ড,হংকং ও সিঙ্গাপুরে ইউপিআই ব্যবহার করতে পারবেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া,মালয়েশিয়া ও জাপানেও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। ব্রিটেন ও নেপালে ভারতীয়রা ঘুরতে গেলে ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Published on: Aug 03, 2023 07:14 PM