Bankura Beast Attack: ক্যামেরা বসিয়েও খোঁজ মিলছে না অজানা জন্তুর

Bankura Beast Attack: ক্যামেরা বসিয়েও খোঁজ মিলছে না অজানা জন্তুর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 02, 2023 | 10:52 PM

রাত হলেই হানা দিচ্ছে অজানা জন্তুর দল, তুলে নিয়ে যাচ্ছে একের পর এক গবাদি পশু। ট্র‍্যাপ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি জন্তুর.

রাত হলেই চুপিসাড়ে গ্রামে হানা দিচ্ছে অজানা জন্তুর দল। অজানা জন্তুর নিশানায় আক্রান্ত হচ্ছে গৃহপালিত একের পর পশু। সকালে উঠে দেখা মিলছে বাড়ির উঠোনে অজানা জন্তুর পায়ের ছাপ। এই ঘটনায় আতঙ্ক ছড়াল বাঁকুড়ার খাতড়া রেঞ্জের মেঝারগেড়িয়া গ্রামে। খবর পেতেই মেঝারগেড়িয়া গ্রামে গিয়ে ট্র‍্যাপ ক্যামেরা বসায় বন দফতর। যদিও সেই ট্র‍্যাপ ক্যামেরায় এখনো অজানা জন্তুর কোনো ছবি মেলেনি। ঘটনার সূত্রপাত সোমবার। রাতের অন্ধকারে চারপেয়ে জন্তুর একটি দল হানা দেয় খাতড়া রেঞ্জের মেঝারগেড়িয়া গ্রামে।

গ্রামবাসীদের দাবী ওই রাতে হানা দিয়ে একটি বাড়ির গোয়ালে থাকা একাধিক ছাগলকে মেরে ফেলে। একটি ছাগলকে মেরে মুখে করে নিয়ে টেনে নিয়ে চম্পট দেয় ওই চারপেয়ে হিংস্র জন্তুর দলটি। সোমবারের পর মঙ্গলবার রাতে ফের গ্রামে হানা দেয় জন্তুর দলটি। গ্রামের বাসিন্দাদের দাবী মঙ্গলবার ঘরের পোষা মুরগী ও টিয়া পাখি মেরে খেয়ে পালিয়ে যায়। পরপর দুরাত জন্তুর দলটি এভাবে হানা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা গতকাল বিকালে গ্রামে গিয়ে ট্র‍্যাপ ক্যামেরা বসায় পাশাপাশি সংগ্রহ করা পায়ের ছাপের নমুনাও । বন দফতরের দাবী ট্রাপ ক্যামেরা বসানো হলেও জন্তুর দলটির কোনো ছবি ক্যামেরায় আসেনি। গ্রামবাসীদের দাবী জন্তুগুলি হায়না বা নেকড়ে জাতীয় কিছু হয়ে থাকতে পারে।