Shah Rukh Khan: ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন শাহরুখ খান
Shah Rukh Khan Birthday: মধ্যরাত থেকে শুরু শাহরুখ খানের জন্মদিন সেলিব্রেশন। মন্নতের বাইরে উপচে পড়া ভিড়। ভক্তদের আবেগ দেখে আপ্লুত কিং খান মধ্যরাতেই হাজির হলেন ব্যলকনিতে। হাত জোড় করে ধন্যবাদ জানালেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আপনাদের স্বপ্নেই আমি বাঁচি'।
মধ্যরাত থেকে সেলিব্রেশন
মধ্যরাত থেকে শুরু শাহরুখ খানের জন্মদিন সেলিব্রেশন। মন্নতের বাইরে উপচে পড়া ভিড়। ভক্তদের আবেগ দেখে আপ্লুত কিং খান মধ্যরাতেই হাজির হলেন ব্যলকনিতে। হাত জোড় করে ধন্যবাদ জানালেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আপনাদের স্বপ্নেই আমি বাঁচি’।
‘ডানকি’ টিজ়ার
কথা রাখলেন শাহরুখ খান। জন্মদিনের দিন ভক্তদের রিটার্ন গিফট দিতে ভুললেন না তিনি। ঘড়ি ধরে ঠিক বেলা ১১টায় মুক্তি পেল চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি ‘ডানকি’-র প্রথম পর্বের টিজ়ার। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি মুক্তি পাচ্ছে বড়দিনেই।
করওয়া চৌথ সেলিব্রেশন
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা, সকলেই নিয়ম মেনে করওয়া চৌথ পালন করলেন স্বামীর মঙ্গল কামনায়। এমনকি জন্মদিনের কেকও মুখে তুলতে দেখা গেল না ঐশ্বর্য রাই বচ্চনকে। প্রাথমিকভাবে প্রশ্ন উঠলেও পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় বচ্চন-বধূ করওয়া চৌথের উপসের জন্য স্রেফ কেক ফিরিয়ে দিয়েছেন।
অনুষ্কার জন্য বিরাটের উপোস
গোটা দেশে পালিত হল করওয়া চৌথ। স্বামীর দীর্ঘ আয়ুর জন্য এই ব্রত পালন করেন হিন্দু ধর্মে বিশ্বাসী নারীরা। স্ত্রীর দীর্ঘ আয়ুর জন্য এই ব্রত পালন করলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার থালায় সাজিয়ে দিলেন খাবার। স্ত্রী অন্তঃসত্ত্বা বলেই কি তাঁকে উপোস করতে দিলেন না বিরাট? প্রশ্ন অনুরাগীদের।
এ কী বললেন সানি?
কফি উইথ করণ সিজ়ন এইট (8)-এর পরবর্তী পর্বে হাজির হলেন সানি দেওল। সেখানেই করণ জোহরের প্রশ্নের উত্তরে জানালেন: শাহরুখ খান, সলমন খান ও অক্ষয় কুমারের খারাপ দিকের কথা। তাঁর কথায়, “শাহরুখ অভিনেতাদের বস্তু মনে করে, সলমন সকলকেই বডি বিল্ডিং করাতে চায়, আর অক্ষয় অতিরিক্ত ছবি করেন।” অভিনেতার স্পষ্ট উত্তর শুনে রীতিমত অবাক করণ।
ঐশ্বর্যর জন্মদিন হল না বচ্চন পরিবারে
১ নভেম্বর ছিল ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। বচ্চন-বধূ পা দিলেন ৫০ বছর বয়সে। অনুরাগীদের অনুমান ছিল, বচ্চন পরিবার ধুমধাম করে পালন করবে ঐশ্বর্যর জন্মদিনের জুবিলি। কিন্তু সে গুড়ে বালি। কিছুই হল না তেমন। তাতে বেশ হতাশ হয়েছে ঐশ্বর্যের ভক্তকুল। নিজের জন্মদিনে ঐশ্বর্য ছিলেনই না বচ্চন পরিবারের সঙ্গে। এ দিনটা তিনি কাটিয়েছেন মেয়ে আরাধ্যা এবং মায়ের সঙ্গে।
মা ঐশ্বর্যকে কী বলেছেন আরাধ্যা?
মা ঐশ্বর্যর জন্মদিনেই প্রথমবার সকলের সামনে কিছু বক্তব্য রেখেছেন আরাধ্যা। যা শুনে অবাক হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন স্বয়ং। মাকে প্রশংসা করেছেন সকলের সামনে। বলেছেন যে, ঐশ্বর্য যা করছেন সমাজের জন্য, তা এক কথায় প্রশংসনীয় এবং অসামান্য পদক্ষেপের সমান। মাকে ‘ইনক্রেডিবল’ বলেছেন আরাধ্যা।
কেন কমল সিরিয়ালের টিআরপি?
চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তাই কি কমল বাংলা সিরিয়ালের টিআরপি? এক ধাক্কায় কমেছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’র মতো সিরিয়ালের টিআরপি। যদিও এ সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’কে টপকে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। ফারাক কেবল POINT 5 (.5)-এর।
ভালবাসায় সীলমোহর সোহিনী-শোভনের
অনেকদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এবার নিজেদের ছবি সোশ্য়াল মিডিয়া দিয়ে স্বীকার করে নিলেন শোভন। ক্যাপশনে লেখা, “শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল।”