Kolkata News: পাতিপুকুরে ডুবল গাড়ি!
নিম্নচাপের জেরে বৃষ্টি তাতেই নাজেহাল শহরবাসী এলাকার নিকাশী নালার কঙ্কালসার চেহারা পরিলক্ষিত দক্ষিণ দমদম পুরসভার পাতিপুকুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় এসকে দেব রোড নতুন পল্লী পাতিপুকুর আন্ডার পাস।
নিম্নচাপের জেরে বৃষ্টি তাতেই নাজেহাল শহরবাসী এলাকার নিকাশী নালার কঙ্কালসার চেহারা পরিলক্ষিত দক্ষিণ দমদম পুরসভার পাতিপুকুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় এসকে দেব রোড নতুন পল্লী পাতিপুকুর আন্ডার পাস। বিস্তীর্ণ এলাকা জলের নিচে, স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে কিন্তু তা দ্রুত নেমে যেত আগে আর এখন সেই জমা জল সরে না। বিস্তীর্ণ সময় কেটে গেলেও এখনো হাঁটু সমান জল কারণ স্থানীয় যে সকল পুকুর গুলো জল ধারণ ক্ষমতা ছিল সেই সকল পুকুরগুলি আজ বিলুপ্ত সেই কারণে জমছে জল তাতেই মশা বাহিত রোগের সংক্রমণ ক্রমবর্ধমান। জল জমে-বিপত্তি পাতিপুকুর আন্ডার পাশে তাতেই ডুবল গাড়ি নিকাশিনালার কঙ্কালছার চেহারা পরিলক্ষিত, নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ রাতভর তাতেই বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগের মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা ও কলকাতা পৌরসভার অধিকাংশ এলাকা, পাতিপুকুর আন্ডার পাশে জমে রয়েছে আট ফুট জল। জল সরাতে বসানো হলো দুটি পাম্প। আরজিকর অভিমুখী যানবাহন চলছে খুব ধীর গতিতে একটি লেন বন্ধ থাকার কারণে অপর লেন থেকে দুই অভিমুখে যানবাহন চালানো হচ্ছে।