Digha News: তালসারিতে উদ্ধার দৈত্যাকার কুমির

Digha News: তালসারিতে উদ্ধার দৈত্যাকার কুমির

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 13, 2023 | 10:04 PM

সমুদ্র সৈকতে কুমির দর্শন। দীঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পান এই দৈত্যাকার কমিরটিকে। প্রথমেই চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ।

সমুদ্র সৈকতে কুমির দর্শন। দীঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পান এই দৈত্যাকার কমিরটিকে। প্রথমেই চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ। এই যে সত্যিই আস্ত কুমির। কথায় বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ।

কুমির বাবাজি একেবারে তাল সারির সমুদ্র সৈকতে। কুমির দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায় তাল সারিতে। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই কুমির টিকে উদ্ধার করে নিয়ে গেছে কর্মীরা ।