Salman Khan-Arijit Singh: বিবাদ ভুলে আবারও এক মঞ্চে সলমন খান ও অরিজিৎ সিং
Narendra Modi Stadium: ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচের আগেই জমজমাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বেলা সাড়ে বারোটা থেকে থাকছে অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন-এর লাইভ কনসার্ট। সঙ্গে উপস্থিত থাকছেন বলিউডের এক ঝাঁক স্টার। সলমন খানও এই ফাঁকে করবেন 'টাইগার থ্রি' ছবির প্রচার।
রাত পোহালেই সেলিব্রেশন
১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচের আগেই জমজমাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বেলা সাড়ে বারোটা থেকে থাকছে অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন-এর লাইভ কনসার্ট। সঙ্গে উপস্থিত থাকছেন বলিউডের এক ঝাঁক স্টার। সলমন খানও এই ফাঁকে করবেন ‘টাইগার থ্রি’ ছবির প্রচার।
‘জয়াই সবচেয়ে বড় সমালোচক’
৫০ বছর হয়ে গিয়েছে বিবাহিত জীবনের। চেনাশোনা তাঁরও আগে থেকে। তবে জানেন কি অমিতাভ বচ্চনের জীবনে সবচেয়ে বড় সমালোচক হলেন জয়া বচ্চন? এমনও হয়েছে অমিতাভ বচ্চনের ছবি দেখতে গিয়ে মাঝপথে বেরিয়ে গিয়েছেন জয়া। বিগ-বি’র কথায়, “ওর যদি পছন্দ না হয়, ও ছবি দেখেই বলবে, এ সব কী তৈরি করেছ? বাড়ি ফিরলেই শুরু হবে সমস্যা।”
সুখবর দিলেন সলমন
সুখবর দিলেন সলমন খান। শোনা গিয়েছিল জওয়ান ছবির সঙ্গেই নাকি মুক্তি পেতে চলেছে ‘টাইগার থ্রি’ ছবির ট্রেলার। তবে তেমনটা ঘটেনি। তবে থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। এবার সলমন খান দিলেন সুখবর। সোমবার অর্থাৎ ১৬ অক্টোবর ‘টাইগার থ্রি’ ছবির ট্রেলার অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর দিওয়ালি-তেই পর্দায় ফিরছে ক্যাটরিনা কাইফ-সলমন জুটি।
পিছিয়ে যাচ্ছে ‘ডানকি’-র মুক্তি?
বক্স অফিসে এযাবৎ কালের সেরা টক্কর দেখতে চলেছিল ভারত। প্রভাস অভিনীত ‘সালার’ ও শাহরুখ খান অভিনীত ছবি ‘ডানকি’ মুক্তি পেতে চলেছিল চলতি বছর ডিসেম্বরে। তবে শুক্রবার সিনেপাড়ার অন্দরমহলে সমঝোতার সুর। শোনা যাচ্ছে, প্রভাসের ছবির মুক্তির জন্য নাকি সরে দাঁড়াতে পারেন শাহরুখ খান। অর্থাৎ পিছিয়ে যেতে পারে ‘ডানকি’-র মুক্তি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
কেন কানাডার নাগরিকত্ব?
পঞ্জাবে জন্ম হয়েও কেন কানাডার নাগরিকত্ব নেন অক্ষয় কুমার? বহুদিন পর সেই কারণ জানালেন অভিনেতা। তাঁর কথায়, “একসময় আমার কোনও ছবিই বক্স অফিসে চলছিল না। পরপর ১৩ থেকে ১৪টা ফ্লপ ছবি দিয়েছিলাম। আমার খুব কাছের এক বন্ধু কানাডায় থাকত। ওর কথামতোই সেখানে গিয়ে ব্যবসা করার কথা ছিল আমাদের।” অক্ষয় সেখানে যান, মেলে পাসপোর্ট। এর পরেই ঘটে মিরাকল। অক্ষয়ের কথায়, “কানাড়ায় থাকাকালীনই আমার দুটি ছবি মুক্তি পায়। আর কী ভাগ্য দেখুন। দুটি ছবিই সুপারহিট।” এর পরেই ফের দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
কীভাবে প্রাণে বাঁচলেন আলিয়া?
শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে জাহ্নবী চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া কুরেশি। কিছুদিন আগে তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তিনি। একটি মলে ঢুকতেই সেখানে গুলির আওয়াজ পেয়ে যান। ঘটনাস্থল থেকে একটু দূরে ছিলেন আলিয়া। যদি সেই দেরি না হত, তাহলে হয়তো প্রাণটাই খুইয়ে বসতেন। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
কেমন ছিলেন রেখার এই প্রেমিক?
সত্তরের দশকে অভিনেতা কিরণ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন রেখা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর কোনওদিনও কথা হয়নি তাঁদের। তাঁর প্রাক্তন প্রেমিককে মাম্মাজ বয় বলেছিলেন রেখা। বলেছিলেন প্রতিরাতে দুধ না খেলে তিনি ঘুমাতে পারেন না। অন্যদিকে সম্প্রতি কিরণ রেখার সম্পর্কে বলেছেন, অভিনেত্রী খুবই ভাল মনের মানুষ।
পিরিয়ড ড্রামায় রুদ্রনীল-পূজারিণী
ওটিটির রমরমা বাজারে রোজই নতুন-নতুন ওটিটির আগমন ঘটছে, তেমনই একটি নতুন ওটিটি মাধ্যম আসতে চলেছে—’ফ্রাইডে’ নামের এই ওটিটি প্ল্যাটফর্ম একঝাঁক নতুন প্রজেক্ট নিয়ে আসছে। এই নতুন প্ল্যাটফর্মেই আসছে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের নতুন সিরিজ। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ও পূজারিণী ঘোষ। সিরিজের নাম ‘1954’। সিরিজটি মূলত ক্রাইম থ্রিলার জঁরের।
এবার মহিষাসুর বেশে গৌরব
একটি জনপ্রিয় চ্যানেলে এবারের মহিষাসুরমর্দিনীতে মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন গৌরব মণ্ডল। এই চ্যানেলের দুটি জনপ্রিয় মাইথোলজিক্যাল ধারাবাহিক ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এবং ‘ওম নমঃ শিবায়’তে কৃষ্ণ এবং শিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভগবান থেকে সোজা অসুর। বিষয়টি নিয়ে গৌরব বলেছেন, “অভিনেতাদের কাছে বাছবিচার করলে চলে না।” সুতরাং যে কোনও চরিত্রেই অভিনয় করতে তিনি প্রস্তুত।