Bentley Mulsanne Car: বিশ্বের বিরলতম  গাড়ির মালিক ভারতীয় চিকিৎসক

Bentley Mulsanne Car: বিশ্বের বিরলতম গাড়ির মালিক ভারতীয় চিকিৎসক

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 4:13 PM

সব থেকে দামি ও বিলাসবহুল গাড়ি। দাম ১৪ কোটি টাকা। গাড়ির মালিক আম্বানি বা আদানি নন। একজন ডাক্তার সেই গাড়ির মালিক। তিনি হলেন ডাঃ ভিএস রেড্ডি। গাড়ির নাম Mulsanne এই গাড়ির খুব সীমিত সংখ্যক ইউনিট বাজারে আনে বেন্টলে।

সব থেকে দামি ও বিলাসবহুল গাড়ি। দাম ১৪ কোটি টাকা। গাড়ির মালিক আম্বানি বা আদানি নন। একজন ডাক্তার সেই গাড়ির মালিক। তিনি হলেন ডাঃ ভিএস রেড্ডি। গাড়ির নাম Mulsanne এই গাড়ির খুব সীমিত সংখ্যক ইউনিট বাজারে আনে বেন্টলে। কিছুদিন বিক্রির পর বেন্টলে এই গাড়ির বিক্রি বন্ধ করে দেয়। ভারতে গাড়িটির স্ট্যান্ডার্ড মডেলের দাম ৬ কোটি টাকা।

Mulsanne একটি বিরল গাড়ি। সারা বিশ্বে এই মডেলের হাতে গোনা কয়েকটি গাড়িই আছে । শতবর্ষ উপলক্ষ, ব্রিটিশ সংস্থা মাত্র ১০০টি গাড়ি তৈরি করে। এর ফিচার – ৬.৫ লিটারের V8 ইঞ্জিন দেয় ৫০৬ হর্সপাওয়ার। টর্ক ১০২০ এনএম। এতে আছে একটি সুন্দর পিকনিক টেবিল। আছে কুলিং ও হিটিংয়ের সুবিধা। গাড়ির পিছনে আছে সেন্টার কনসোল। Mulsanne এর সর্বোচ্চ গতিবেগ ২৯৬ কিমি/ ঘণ্টা। আছে ৮ স্পিড ZF ট্রান্সমিশন।