Raveena Tandon Gossips: কিসে  ঘুচল রবিনার অবসাদ?

Raveena Tandon Gossips: কিসে ঘুচল রবিনার অবসাদ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 3:52 PM

অক্ষয় কুমার ও রবিনা টন্ডনের সম্পর্ক ছিল। বিয়ের ঠিক হয় তাঁদের। পরবর্তীতে সেই বিয়ে ভেঙে যায়। রবিনা জানতেন অক্ষয়ের বহুগামিতার কথা। একাধিক মহিলার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক ছিল। এমন গুঞ্জনও শোনা যেত। রবিনাও সেসব জানতেন তবুও সম্পর্ক টিকিয়ে রাখেন। 'মোহরা' ছবির পর, তাঁরা বিয়ের কথা ভাবেন।

অক্ষয় কুমার ও রবিনা টন্ডনের সম্পর্ক ছিল। বিয়ের ঠিক হয় তাঁদের। পরবর্তীতে সেই বিয়ে ভেঙে যায়। রবিনা জানতেন অক্ষয়ের বহুগামিতার কথা। একাধিক মহিলার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক ছিল। এমন গুঞ্জনও শোনা যেত। রবিনাও সেসব জানতেন তবুও সম্পর্ক টিকিয়ে রাখেন। ‘মোহরা’ ছবির পর, তাঁরা বিয়ের কথা ভাবেন। তা আর বাস্তবে হয়নি, ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

রবিনা জানান, বিয়ে ভাঙার পর তাঁর অবস্থা। কোনও কাজের অফার পাননি তখন, হতাশা গ্রাস করে তাঁকে। রাতের পর রাত একলা জেগে থাকতেন। কখনও রবিনা একা গাড়ি নিয়ে সারা রাত ঘুরে বেড়াতেন। গাড়িতে চলত মিউজিক। কিন্তু তাও মন ভাল হচ্ছিল না। এক রাত্রে গাড়ি চালিয়ে একটি বস্তির সামনে আসেন রবিনা। দেখেন, সেখানকার মানুষেরা কতটা কষ্টে রয়েছেন। তিনি অনুভব করেন তাঁদের তুলনায় কতটা ভাল তাঁর জীবন। বাড়িতে আছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য। নেই কোনও অভাব। এই ছোট্ট ঘটনা দূর করে রবিনার অবসাদ। ধীরে ধীরে জীবন বদলায় রবিনার। বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে ওঠেন তিনি।