Viral Video: নদীর উপর দিয়েই বাইক চালালেন এক ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Viral Video: নদীর উপর দিয়েই বাইক চালালেন এক ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 10, 2023 | 5:59 PM

কথায় আছে না,ইচ্ছে থাকলেই উপায় হয়। সত্যিই সেই ব্যক্তি নদীর উপর বাইক চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। একটুও এডিট করা নেই।

একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ঝড় তুলছে। ভিডিয়োতে দেখা গিয়েছে,ওই চালক প্রথমে তাঁর প্যান্টটিকে ভাল করে গুটিয়ে নিলেন,যাতে তা জলে ভিজে না যায়। তারপরই , তিনি একটি ঢালু অংশ দিয়ে নিজের বাইকটি নিয়ে জলে নেমে গেলেন। যতক্ষণ না ফেরি পৌঁছলেন,ততক্ষণ তিনি এই ভাবেই বাইক চালিয়ে গেলেন। এমনকি,একটা সময় দেখা গেল জলের বেশ গভীরতায় বাইক চালাচ্ছেন ওই ব্যক্তি। কথায় আছে না,ইচ্ছে থাকলেই উপায় হয়। সত্যিই সেই ব্যক্তি নদীর উপর বাইক চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। একটুও এডিট করা নেই। টুইটারে MotorOctane নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। গত ৬ এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যে ভিডিয়োর ভিউ ৬৩৯.৬K হয়ে গিয়েছে। একজন লিখলেন,’সত্যিই খুব ঝুঁকিপূর্ণ। বাইকের ইঞ্জিনে যদি জল ঢুকে যেত মাঝ নদীতে গিয়ে কী করতেন তাহলে?’।