IPL 2023: জানেন কি, কত টাকার বিনিময়ে IPL-এর স্পনসর হয়েছে টাটা?

IPL 2023: জানেন কি, কত টাকার বিনিময়ে IPL-এর স্পনসর হয়েছে টাটা?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 10, 2023 | 5:47 PM

ডিলএফ-ই টাইটেল স্পনসর ছিল। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপ ফি ৩ অঙ্কের ঘরে পৌঁছেছিল ২০১৬ সালে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানা ভাবেই যে পরিবর্তন হয়েছে তার মধ্য়ে অন্য়তম টাইটেল স্পনসর। উদ্বোধনী আইপিএলের টাইটেল স্পনসর ছিল ডিলএফ। স্পনসরশিপ ফি হিসেবে বার্ষিক ৪০ কোটি টাকা দিত তারা। ২০১২ সাল অবধি ডিলএফ-ই টাইটেল স্পনসর ছিল। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপ ফি ৩ অঙ্কের ঘরে পৌঁছেছিল ২০১৬ সালে। ২০১৬-১৭ সালে ১০০ কোটি টাকা বার্ষিক অঙ্কে টাইটেল স্পনসর হয়েছিল ভিভো। ২০১৮-১৯ মরসুমে টাইটেল স্পনসরের দিক থেকে ব্য়াপক রদবদল হয়েছিল। টাইটেল স্পনসরশিপ ধরে রাখতে বিশাল অঙ্ক খরচ করেছিল মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। বার্ষিক ৪৩৯.৮ কোটি টাকা দিত তারা। ২০২০ আইপিএলে চিনের সংস্থাকে স্পনসর রাখা নিয়ে ব্য়পক সমস্য়ায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পনসরশিপ থেকে ভিভোকে সরাতে বাধ্য় হয় বোর্ড। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে এই সমস্য়া হওয়ায় দ্রুত নতুন স্পনসর জোগার করা চাপ হয়ে পড়ে। ২০২০ আইপিএলে ড্রিম ইলেভেন নামক একটি ফ্যান্টাসি গেমিং সংস্থাকে আইপিএলের টাইটেল স্পনসরশিপ দেওয়া হয়। তার আগের বারের ৪৩৯.৮ কোটির থেকে স্পনসরশিপের অঙ্কটা নেমে আসে মাত্র ২২২ কোটি টাকায়। এক বছর পর ফের ভিভো ফেরে টাইটেল স্পনসর হিসেবে। তাদের সঙ্গে ৫ বছরের চুক্তি থাকলেও মাঝে এক বছর সমস্য়া হয়েছিল। ২০২১ সালে ফের টাইটেল স্পনসর ভিভো, টাকার অঙ্ক বার্ষিক ৪৩৯.৮ কোটি। ২০২২-এ ভিভোর সঙ্গে চুক্তি শেষ হয় বোর্ডের। টাইটেল স্পনসরের দৌড়ে বেশ কিছু সংস্থা থাকলেও ভারতীয় সংস্থাই টাইটেইল স্পনসর হয়। ৪৩৯.৮ কোটিতেই টাইটেল স্পনসর হয় টাটা।IPL 2023: জানেন কি, কত টাকার বিনিময়ে IPL-এর স্পনসর হয়েছে টাটা?

Published on: Apr 10, 2023 05:47 PM