Balurghat News: স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক ঘটনা

Balurghat News: স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক ঘটনা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 15, 2023 | 5:02 PM

বাড়ি সামনে খেলার সময় নিখোঁজ বছর দুয়ের এক নাবালিকা শিশু কন্যা। রাতভর খোঁজাখুঁজির পরও মিলেনি নিখোঁজ শিশুর খোঁজ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রীতে৷ এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।

বাড়ি সামনে খেলার সময় নিখোঁজ বছর দুয়ের এক নাবালিকা শিশু কন্যা। রাতভর খোঁজাখুঁজির পরও মিলেনি নিখোঁজ শিশুর খোঁজ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রীতে৷ এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। যায় সিভিল ডিফেন্সের ডুবরিরা। বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালাছেন তারা। যদিও এখন পর্যন্ত খোঁজ মেলেনি আরমিনা খাতুনের। এদিকে এনিয়ে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছে পরিবার৷ পুকুরের জলে পড়েছে না তাকে কেউ অপহরণ করেছে তা নিয়ে ধন্দে পরিবার৷ পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জানা গেছে, আরমিনা খাতুনের মা সারবানু মন্ডল। বাবা আইফুল মন্ডল। প্রায় বছর তিনেক আগে বিয়ে হয় তাদের। কিন্তু সারবানু যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেই সময় তাকে ছেড়ে চলে যায়৷ তারপর থেকে মায়ের বাড়িতেই একমাত্র মেয়েকে নিয়ে থাকেন তিনি। বাবা না থাকায় সকলের আদুরে ছিল আরমিনা। বাড়ির সামনেই রোজ খেলাধুলা করে। গতকাল বিকেল তিনটের দিকে বাড়ির সামনে খেলা ধুলা করছিল। মা বাড়ির কাজ করছিল। একটু বাদে এসে দেখে মেয়ে নেই৷ এরপর থেকে সব জায়গায় খোঁজখুঁজি করছেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরাম বাড়ির আশেপাশের বেশ কয়েকটি পুকুর আছে। সেখানে কোন কারণে গেছে নাকি না পড়ে গেছে নাকি তাও দেখেন স্থানীয়রা। গতকাল মধ্যরাত পর্যন্ত খোঁজ চালানো হয় পুকুর ও এলাকায়৷ এরপর আজ ঘটনাস্থলে যায় জেলার ডুবুরিরা। তারা খোঁজ চালাচ্ছেন। তবে এখনো খোঁজ মেলেনি। এদিকে পরিবারের অনুমান কেউ হয়তো তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এদিকে মেয়ে নিখোঁজের অভিযোগ বালুরঘাট থানায় করেছে পরিবার৷ বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।