Mobile Theft: গয়না, টাকা নয়, এ চোর মোবাইলপ্রেমী!
সিঁধ কেটে চুরির ঘটনা আকছার শোনা যায়। কিন্তু তাই বলে সিঁধেল মোবাইল চোরের কথা আজ পর্যন্ত শোনা যায়নি। কিন্তু এবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সীতাগুড়ি গ্রামে ঘরের সিঁধ কেটে কেবলমাত্র এনড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সিঁধ কেটে চুরির ঘটনা আকছার শোনা যায়। কিন্তু তাই বলে সিঁধেল মোবাইল চোরের কথা আজ পর্যন্ত শোনা যায়নি। কিন্তু এবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সীতাগুড়ি গ্রামে ঘরের সিঁধ কেটে কেবলমাত্র এনড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছে তবে কি মোবাইল চোর চুরির নতুন ফন্দি আঁটলো।
জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ। রাতে খাওয়াদাওয়া করে ঘরে ঘুমিয়ে ছিলেন বাড়ির সবাই। সকালবেলা এক প্রতিবেশী এসে তাদের বাড়িতে সিঁধ কাটার ঘটনা জানায়।সিধ কাটার দৃশ্য দেখে অবাক হয়ে যায় বাড়ির সকলে।
ভারত বাংলাদেশ সীমান্তে এই এলাকা। বেশিরভাগ ক্ষেত্রে ওপার বাংলাতে এই দুষ্কৃতিদের দৌরত্ব বেশি বলেই জানান স্থানীয়রা।এই চুরির ঘটনাতে ওপারের দুষ্কৃতিরাই এসেছিল কিনা তা নিয়েই সন্দেহ।
বাড়ির মালিক আব্দুল হামিদ বলেন, ‘এই জাতীয় কায়দায় মোবাইল চুরি আমাদের এলাকায় এই প্রথম হল। রাতে সিঁধ কেটে ঘরে চোর ঢুকেছিল। কেবলমাত্র মোবাইল ফোন নিয়েছে। আর কিছু নেয়নি। বিষয়টি আমি থানায় লিখিত ভাবে জানাব’। খবর পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।