Shruti Das News: সামাজিক বিয়ে নিয়ে কীসের ভয় অভিনেত্রীর?
রেজিষ্ট্রি বিয়ে হলেও সামাজিক মতে বিয়ে নিয়ে চিন্তায় অভিনেত্রী শ্রুতি দাস। কারণ কী? অভিনেত্রী বললেন, ''সদ্য ২টো ফ্ল্যাট কেনা হয়েছে। এই সময় বড় করে বিয়ে মানে বিস্তর খরচ। ভয়ে পিছিয়ে আসছি বারবার। স্থির করেছি ২০২৫ সালে সামাজিক বিয়ে করে ফেলব।''
মেজাজ হারালেন সলমন
ভাই সোহেল খানের জন্মদিনে মেজাজ হারালেন সলমন খান। খান পরিবারে বার্থডে পার্টি। ফলে পাপারাৎজিদের ভিড় থাকাটাই স্বাভাবিক। বাড়ি থেকে একে-একে গাড়ি বেরোতেই ছবির জন্য ধাক্কাধাক্কি। সলমনের মা-বাবার গাড়ি পড়ল আটকে, পরিস্থিতি বেসামাল হতেই চিৎকার ভাইজানের, ‘পিছে হটো…।’
মুক্তির আগেই শাহরুখের হার?
একই দিনে মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত ছবি ‘সালার’ ও শাহরুখ খান অভিনীত ছবি ‘ডানকি’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। আর তাতেই বিস্তর ফারাক চোখে পড়ল। ‘সালার’ যেখানে ১৮ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেখানে ‘ডানকি’ সবেমাত্র ১২তে—২০ ডিসেম্বর, বুধবার পর্যন্ত হিসেব অন্তত তাই-ই। ফলে সিনেপাড়ায় হারজিতের জোর জল্পনা।
মুগ্ধ শাহরুখ
দুবাই বরাবরই শাহরুখ-প্রিয়। শাহরুখ খানের ছবি মানেই বুর্জ খালিফায় ট্রেলার থেকে টিজ়ার প্রদর্শন। এবার শাহরুখের ২ হাত ছড়িয়ে দাঁড়ানো ‘সিগনেচার পোজ়’ ড্রোন আলোয় ধরা দিল দুবাইয়ের আকাশে। দেখে মুগ্ধ ও আবেগঘন কিং খান। ছবি নেটদুনিয়ায় ভাইরাল।
এ কী বললেন প্রভাস?
‘বাহুবলী’ করে পস্তাচ্ছেন প্রভাস? এ কী বললেন ‘সালার’-এর অভিনেতা? দক্ষিণী সুপারস্টারের কথায়, ‘বাহুবলী’ করার পর আমি রাতারাতি জনপ্রিয় হয়ে যাই। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। ইতালিতে গিয়ে বসেছিলাম। সেখানেও আমায় অনেকে চিনে ফেলে। আমি পরিচালক রাজামৌলিকে অভিযোগ জানাই, ‘বাহুবলী’র জন্য আমার গোপনীয়তা নষ্ট হচ্ছে।
আক্ষেপ পরিচালকের
‘সালার’ ছবির পরিচালক প্রশান্ত নীলের কণ্ঠে এবার আক্ষেপের সুর। সালার ছবি পেয়েছে A সার্টিফিকেট। কেন? সেন্সরের সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। দুঃখ করে বললেন, ‘আমি অশ্লীল ছবি কখনওই বানাই না।’
তিন দিনে অষ্টমঙ্গলা
আট দিনে নয়, মাত্র তিন দিনেই বিশেষ নিয়মে অষ্টমঙ্গনা সারলেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বনিক। কীসের এত তাড়া? সূত্রের খবর দর্শনার মা-বাবা ঘুরতে যাচ্ছেন, সৌরভেরও শুটিং শুরু। তাই তিনদিনেই নিয়ম পালন সেলেব-জুটির।
কেমন আছেন শুভশ্রী?
দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের কেমন দেখতে হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে? কেমন আছেন তিনি? এতদিন পর সামনে এল ছবি। ঝরেছে মেদ, আরও স্লিম টলিপাড়ার ইন্দুবালা। জেল্লা পড়ছে ফেটে। শুভশ্রীকে দেখে মুগ্ধ নেটপাড়া। শীঘ্রই যোগ দেবেন কাজে।
হঠাৎ কী হল শ্রুতির
রেজিষ্ট্রি বিয়ে হলেও সামাজিক মতে বিয়ে নিয়ে চিন্তায় অভিনেত্রী শ্রুতি দাস। কারণ কী? অভিনেত্রী বললেন, ”সদ্য ২টো ফ্ল্যাট কেনা হয়েছে। এই সময় বড় করে বিয়ে মানে বিস্তর খরচ। ভয়ে পিছিয়ে আসছি বারবার। স্থির করেছি ২০২৫ সালে সামাজিক বিয়ে করে ফেলব।”
কটাক্ষে শ্রীলেখা
শ্রীলেখা মিত্র সম্প্রতি তাঁর প্রিয় পোষ্য করণের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যে-সে ছবি নয়, রীতিমতো ফটোশুট করে তোলা ছবি। সেখানে শ্রীলেখা এবং করণ সেজেছেন মানানসই ভাবে। তা দেখেই শ্রীলেখার কন্যা ঐশী মাকে বলেছেন, “তাঁকে করণের মতোই দেখতে”।