Adani Group News: বস্তির উন্নয়নে আদানি গ্রুপ!

Adani Group News: বস্তির উন্নয়নে আদানি গ্রুপ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 29, 2023 | 6:48 PM

আদানি গ্রুপের একটি কোম্পানি ধারাভি বস্তি পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছে। মহারাষ্ট্র সরকার এই দায়িত্ব তুলে দিয়েছে আদানি গ্রুপের হাতে। বস্তি পুনর্নির্মাণের জন্য ২০,০০০ কোটি টাকা খরচ করবে আদানি গ্রুপ। মুম্বইয়ে ২৫৯ হেক্টর জায়গায় পুনর্নির্মাণ করা হবে ধারাভি বস্তি।

আদানি গ্রুপের একটি কোম্পানি ধারাভি বস্তি পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছে। মহারাষ্ট্র সরকার এই দায়িত্ব তুলে দিয়েছে আদানি গ্রুপের হাতে। বস্তি পুনর্নির্মাণের জন্য ২০,০০০ কোটি টাকা খরচ করবে আদানি গ্রুপ। মুম্বইয়ে ২৫৯ হেক্টর জায়গায় পুনর্নির্মাণ করা হবে ধারাভি বস্তি। সরকার আদানি গ্রুপের হাতে এই দায়িত্ব সরাসরি দেয়নি। নিলামের মাধ্যমে এই দায়িত্ব সরকার তাঁদের দিয়েছে। জানা গিয়েছে, পুনর্বাসন দেওয়া হবে প্রায় সাড়ে ৬ লাখ মানুষকে। ধারাভি বস্তিতে থাকা মানুষদের রাখা হবে একটি অস্থায়ী ক্যাম্পে। তারপর শুরু হবে নির্মাণের কাজ। মহারাষ্ট্র সরকারের লক্ষ্য, সেই মানুষদের পুনর্বাসন ৭ দেওয়া হবে বছরের মধ্যে। আদানি গ্রুপ এখনও পর্যন্ত ২টি উন্নয়ন প্রকল্প করার সুযোগ পেয়েছে। ১টি হল মুম্বইয়ের বাইকুল্লায় ও অন্যটি এই শহরের ঘাটকোপারে।

Published on: Jul 29, 2023 06:48 PM