Panchayat Election 2023: দেগঙ্গায় হিংসা শুরু

Panchayat Election 2023: দেগঙ্গায় হিংসা শুরু

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 13, 2023 | 3:14 PM

বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা হাট এলাকায়। ওই এলাকার পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মন্ডলের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মন্ডল প্রথমে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়েছিল।

ভোট পরবর্তী হিংসা অব্যাহত দেগঙ্গায়। পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি ও দোকানে ভাঙচুর এবং তাদের কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা হাট এলাকায়। ওই এলাকার পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মন্ডলের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মন্ডল প্রথমে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়েছিল। এরপর পরাজিত হওয়ার পর গতকাল রাতে তাদের দোকানে ও বাড়িতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে ভাঙচুর চালায় পঞ্চায়েত সদস্য। চারজন কর্মীকে মারধর করে। এমনকি আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস কামরুজ্জামান মন্ডল।তিনি বলেন পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হওয়ার পরে বুধবার সকালে আমতলা হাটে তৃণমূলের বেশ কয়েকজন কর্মীকে আইএসএফ প্রার্থীর বাবা হযরত আলী দলবল নিয়ে বেধড়ক মারধর করে। তাদেরকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করি। এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।এরপর রাতে নিজেরা দোকান বাড়ি ভাঙচুর করে আমার উপরে দোষ চাপাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা।