Panchayat Election 2023 Result: রেহাই পাচ্ছে না বৃদ্ধা, মহিলারাও!
রাজবলহাট-২ গ্রাম পঞ্চায়েতের রহিমপুর কুমোরপড়ায় গতকাল রাতে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকায় প্রায় একঘন্টা ধরে তান্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি,এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয় এমন কি বেশ কয়েকটি বাড়িতেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ ।লাঠি বাঁশ শাবল টাঙি নিয়ে মারধোর করা হয় হয় বিজেপি বুথ সভাপতি নব পালকে
ভোট পরবর্তী হিংসা হুগলির জাঙ্গিপাড়ায়।বিজেপি সমর্থকদের বেধড়ক মারধোর ,এলাকায় ব্যাপক বোমাবাজি,বাড়ি ভাঙচুর,তৃণমূলী গুন্ডা বাহিনীর হাত থেকে রেহাই পাননি গ্রামের বৃদ্ধা ও মহিলারাও। রাজবলহাট-২ গ্রাম পঞ্চায়েতের রহিমপুর কুমোরপড়ায় গতকাল রাতে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকায় প্রায় একঘন্টা ধরে তান্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি,এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয় এমন কি বেশ কয়েকটি বাড়িতেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ ।লাঠি বাঁশ শাবল টাঙি নিয়ে মারধোর করা হয় হয় বিজেপি বুথ সভাপতি নব পালকে।
এবার ভোটে ২৯ নং বুথের বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়ির সহ দশটি বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারক পাল নামে এক প্রৌঢ়ের মাথায় টাঙি দিয়ে কোপানো হয়।আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে জাঙ্গিপাড়া হাসপাতাল পরে নীল রতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ঘটনাস্থলে যান শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মোহন আদক।ভোট গণনার পর থেকে হুগলির নবাবপুর,ভগবতীপুর এলাকাতেও মারধোর ভাঙচুর করা হয়।সব ক্ষেত্রেই শাসকের বিরুদ্ধে অভিযোগ।অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।