Soumitra Khan News: বিক্ষোভের মুখে সৌমিত্র!

Soumitra Khan News: বিক্ষোভের মুখে সৌমিত্র!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 28, 2023 | 5:50 PM

কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায়। পরে সি আই এস এফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান।

কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায়। পরে সি আই এস এফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান। আজ বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান। সৌমিত্র খাঁ তাঁদের কোনো কথা না শুনে সঙ্গে থাকা সি আই এস এফ এর সাহায্যে গাড়িতে চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্যেশ্যে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়িকে তাড়া করে নিয়ে যান। বিক্ষোভকারীদের দাবী চাকরী দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু চাকরী মেলেনি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খাঁ তাঁদের সাথে কথা বলা তো দুরস্থ তাঁদের ধমক দিয়ে সি আই এস এফ এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন এলাকায় কাজ হচ্ছে তাই তৃনমূল বিক্ষোভ দেখাচ্ছে । কারা এই বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের তিনি চেনেন না বলেও দাবী করেছেন সাংসদ। সাংসদ চাকরীর নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

Published on: Aug 28, 2023 04:23 PM