AGNI Prime Missile: এই ক্ষেপণাস্ত্রে ধ্বংস হবে একাধিক টার্গেট!
ওড়িশা উপকূলে একটি দ্বীপে আনা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা জন্য উৎক্ষেপণ করা হয়েছে এই দ্বীপ থেকে। সেই ক্ষেপণাস্ত্রের নাম 'অগ্নি প্রাইম'। 'অগ্নি প্রাইম' ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় সফল হয়েছে । এই ক্ষেপণাস্ত্রটির ৩টি পরীক্ষা করা হয়।
ওড়িশা উপকূলে একটি দ্বীপে আনা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র । সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা জন্য উৎক্ষেপণ করা হয়েছে এই দ্বীপ থেকে। সেই ক্ষেপণাস্ত্রের নাম ‘অগ্নি প্রাই’ । ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় সফল হয়েছে । এই ক্ষেপণাস্ত্রটির ৩টি পরীক্ষা করা হয়। সবকটা পরীক্ষাতেই পাশ করেছে এই ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রের অনেক রূপ তৈরি করা হয়েছে। ২০২২ সালে পরীক্ষা করা হয়েছিল অগ্নি-5। এটিও সফল হয়েছিল পরীক্ষায় । এই ক্ষেপণাস্ত্রটি আঘাত করতে পারে ৫০০০ কিলোমিটার দূরের জিনিসকে । অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৭০০ কিলোমিটার থেকে ৩,৫০০ কিলোমিটার মধ্যে। অগ্নি প্রাইম মিসাইল হল অনেকটাই আধুনিক। ওজন ১১,০০০ কেজি । এই ক্ষেপণাস্ত্রটি যেকোন জিনিসকে ধ্বংস করতে পারে ২০০০ কিলোমিটার মধ্যে। এই ক্ষেপণাস্ত্রটি লম্বা ৩৪.৫ ফুট । এটি বিভিন্ন টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল ওয়ারহেডে যুক্ত করা যাবে। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করা যাবে অনেক লক্ষ্যবস্তুকে।