WB Panchayat Elections 2023: নিজের মাথায় ছাতা ধরে স্বনির্ভর ২ গ্রাম

WB Panchayat Elections 2023: নিজের মাথায় ছাতা ধরে স্বনির্ভর ২ গ্রাম

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 6:49 PM

হাওড়ার মাসিয়াড়া আর কাঁকটিয়ায় দুপুর গুলো এভাবেই কাটে মহিলাদের। ওঁদের মাথায় ছাতা ধরেছে ছাতা। দিনে কয়েক ঘণ্টা কাজ করে প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার করেন মহিলারা। এই দুই গ্রামে ছাতা তৈরি হয়।

হাওড়ার মাসিয়াড়া আর কাঁকটিয়ায় দুপুর গুলো এভাবেই কাটে মহিলাদের। ওঁদের মাথায় ছাতা ধরেছে ছাতা। দিনে কয়েক ঘণ্টা কাজ করে প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার করেন মহিলারা। এই দুই গ্রামে ছাতা তৈরি হয়। মনোজ মণ্ডলের কারখানায় কাজ করেন কুড়িজন পুরুষ আর প্রায় ৪০০ মহিলা। এই মহিলাদের গ্রাম্য জীবনে স্বনির্ভরতা দিয়েছে ব্যক্তিগত উদ্যোগে তৈরি এই ছাতা কারখানাগুলো। দিনে প্রায় সাড়ে তিনশো ছাতায় কাপড় পরান দীপালি। নিজের ছোটখাটো খরচ ছাড়াও কিছু টাকা জমিয়ে ওঁরা পাচ্ছেন স্বাবলম্বন, কেয়ার অফ ছাতা। কারও মুখাপেক্ষী হয়ে নয় নিজের কাজের মজুরিতেই ওঁরা নিজের পায়ে দাড়িয়েছেন। হাওড়ার সাবসিট অঞ্চলের এই গ্রাম গুলিতে সাম্প্রতিক অতীতে রাস্তা পাকা হয়েছে। তার আগে এই ছাতা শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কেমন অবস্থা ছিল জানেন? ভ্যানে করে ছাতা নিয়ে বয়ে নিয়ে গিয়ে গাড়িতে চাপাতে হত। এখন রাস্তা হওয়ায় কিছুটা স্বস্তি।