FIFA World Cup: আবার বিশ্বকাপের রং নীল

FIFA World Cup: আবার বিশ্বকাপের রং নীল

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 12, 2022 | 11:34 PM

১৯৮২ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল ইতালি (Italy)। সে বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল স্পেন।

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে আর বাকি মাত্র ৮ দিন। ১৯৩৮ সালে দ্বিতীয় বার খেতাব জেতার পর ৪৪ বছর অপেক্ষা। ১৯৮২ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল ইতালি (Italy)। সে বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল স্পেন। প্রথম রাউন্ডে ইতালি আশানুরূপ ফল না করতে না পারলেও, দ্বিতীয় রাউন্ডে ২-১ গোলে আর্জেন্টিনাকে এবং ব্রাজিলকে ৩-২ হারায়। আর সেই ম্য়াচে পাওলো রোসি হ্য়াটট্রিক করে সকলকে চমক দেন। এরপর সেমিফাইনালে পোল্য়ান্ডকে হারিয়ে ফাইনালে উঠে আসে ইতালি, এবং পশ্চিম জার্মানির মুখোমুখি হয়। সেখানে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয় ইতালি।

১৯৮২ সালের বিশ্বকাপে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছিল পোল্যান্ড ও ফ্রান্স। সেই বিশ্বকাপে সর্বাধিক গোল করেছিলেন পাওলো রোসি (ইতালি)- ৬ গোল। জার্মানির ফাইনালে ওঠাটা কম রোমহর্ষক ছিল না। প্রথম রাউন্ডে আলজিরিয়ার কাছে হেরে যায় ইতালি। তবে দ্বিতীয় ম্য়াচে রুমেনিগে হ্য়াটট্রিক সহ চিলিকে ৪-১ গোলে হারায়। অস্ট্রিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে ইতালি। ইংল্য়ান্ডের সঙ্গে ড্র করলেও স্পেনকে ২-১ গোলে হারায় ইতালি। ফ্রান্সের সঙ্গে প্রথমে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৫-৪ গোলে হারিয়ে পশ্চিম জার্মানি ফাইনালে ওঠে। পাওলো রোসি সে বার শুধু সর্বাদিক গোলই করেননি, একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন।

Published on: Nov 12, 2022 11:26 PM