FIFA World Cup: ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বজয় করেছিল আর্জেন্টিনা
১৯৩০-এর বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এটাই ছিল তাদের দ্বিতীয় ফাইনাল এবং প্রথম খেতাব জয়।
কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হওয়ার জন্য দিন গুনছে ফুটবলপ্রেমীরা। ১৯৭৮ সালে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপজয়ীর তালিকায় নাম তুলেছিল আর্জেন্টিনা (Argentina)। ১৯৩০-এর বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এটাই ছিল তাদের দ্বিতীয় ফাইনাল এবং প্রথম খেতাব জয়। সে বার বাছাই পর্বে ১০৬ টি দেশ অংশ নিয়েছিল। প্রথম খেলার সুযোগ পেয়েছিল এশিয়ার ইরান ও আফ্রিকার তিউনিশিয়া।
১৯৭৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সে বার রানার্স হয়েছিল হল্যান্ড। তিন বার ফাইনালে খেলেও একবারও চ্য়াম্পিয়ন হতে পারেনি কমলাবাহিনী। ৭৪-র বিশ্বকাপের মতো ৭৮ সালেও আলাদা করে সেমিফাইনালের ম্য়াচ হয়নি। দুটি শীর্ষস্থানীয় দল সরাসরি ফাইনালে খেলেছিল। তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করেছিল ব্রাজিল ও ইতালি। সেই বিশ্বকাপে সর্বাধিক গোল করেছিলেন মারিও কেম্পেস (আর্জেন্টিনা)- ৬ গোল।