FIFA World Cup: হল্যান্ড, পোল্যান্ড তাক লাগালেও কাপ জেতে পশ্চিম জার্মানি

FIFA World Cup: হল্যান্ড, পোল্যান্ড তাক লাগালেও কাপ জেতে পশ্চিম জার্মানি

TV9 Bangla Digital

| Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Nov 12, 2022 | 6:31 PM

২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস।

১৯৭৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি। সে বছর দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে তারা। প্রথমবার জিতেছিল ১৯৫৪ সালে। নেদারল্য়ান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানরা। জার্মানরা জিতলেও নেদারল্য়ান্ডের খেলা নজর কাড়ে এই বিশ্বকাপে। সেই সঙ্গে নতুন ঘরানার ফুটবলের জন্ম হয় এই বিশ্বকাপে। জোহান ক্রুয়েফের নেতৃত্বে নিসকেন্স, রেলসেনব্রিঙ্ক, রেন’দের এই টোটাল ফুটবল মুগ্ধ করে দেয় গোটা ফুটবল দুনিয়াকে।

নেদারল্য়ান্ডস অর্থাৎ  হল্য়ান্ডের আধিপত্য় চমকে দেয় সবাইকে। শুরুতেই উরুগুয়েকে ২-০, বুলগেরিয়াকে ৪-১,আর্জেন্টিনাকে ৪-০, পূর্ব জার্মানিকে ২-০ গোলে হারায়। এমনকি ব্রাজিলও হেরে যায় নেদারল্যান্ডের কাছে। একের পর এক ম্যাচ জিতলেও ফাইনালে হার মানতে হয় তাদের। কিন্তু তাদের খেলায় মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। হল্যান্ডের পাশাপাশি পোল্যান্ডও নজর কেড়েছিল এই বিশ্বকাপে। পোলিশ ফুটবলার লাটো বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন। ৭ গোল করেন তিনি। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন হল্য়ান্ডের জোহান ক্রুয়েফ।

Published on: Nov 12, 2022 06:31 PM