FIFA World Cup: কবিতার দেশে বিশ্বজয়ের সুগন্ধ

FIFA World Cup: কবিতার দেশে বিশ্বজয়ের সুগন্ধ

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 13, 2022 | 11:47 AM

১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনাল ফুটবল ইতিহাসে মনে রাখার মতো। অপ্রতিরোধ্য ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারায় ফ্রান্স।

আর এক সপ্তাহ পর শুরু হবে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনাল ফুটবল ইতিহাসে মনে রাখার মতো। অপ্রতিরোধ্য ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারায় ফ্রান্স। সে বার ফ্রান্সে (দ্বিতীয় বার) অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। সে দেশে প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৯৩৮ সালে। সকলেই ভেবেছিল চার বারের চ্য়াম্পিয়ন ব্রাজিলই, আবারও বিশ্বসেরা হবে। ১৯৯৮-এর টুর্নামেন্টে তখন ব্রাজিলের ‘মহানক্ষত্র’ রোনাল্ডো, সঙ্গে বেবেতো, রিভাল্ডো, ডেনিলসনরা। ফাইনাল পর্যন্ত ব্রাজিল আর রোনাল্ডোর দাপট ছিল নজদরকাড়া। তবে ১২ই জুলাই, রবিবার দিনটা রোনাল্ডোর ছিল না। ছিল অন্য একজনের। তাঁর নাম জিনদেন জিদান। গোটা টুর্নামেন্টে মাত্র দুটো গোল করেন জিদান। সেই দুটি গোলই এসেছিল মোক্ষম সময়ে। বিশ্বকাপের ফাইনালে। যার ফলে, উরুগুয়ে, ইতালি, পশ্চিম জার্মানি, ব্রাজিল, ইংল্য়ান্ড, আর্জেন্টিনার পর সপ্তম দেশ হিসেবে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দেয়।

সে বারের বিশ্বকাপে সেরা ফুটবলার হন ব্রাজিলের রোনাল্ডো। ফ্রান্স চ্যাম্পিয়ন, ব্রাজিল রানার্স হওয়ার পাশাপাশি তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছিল যথাক্রমে ক্রোয়েশিয়া ও হল্যান্ড। সে বারের বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হয়েছিলেন ডাভর সুকের (ক্রোয়েশিয়া) ৬ গোল। ৩২টি দেশকে নিয়ে টুর্নামেন্ট চালু হয় সেই বিশ্বকাপ থেকেই। ৫২ থেকে ম্য়াচের সংখ্য়া বেড়ে গিয়ে দাঁড়ায় ৬৪। ৯৮-এর বিশ্বকাপে ৬৪ ম্য়াচে ১৭১ টি গোল হয়। একটি বিশ্বকাপে এটাই সর্বাধিক গোল। জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও ক্রোয়েশিয়া সে বার প্রথম বিশ্বকাপ খেলে। প্রথম বার খেলতে নেমেই ক্রোয়েশিয়া তৃতীয় স্থান দখল করে। এই বিশ্বকাপে মাত্র একটি হ্য়াটট্রিক হয়েছিল। হ্যাটট্রিকের মালিক বাতিস্তুতা। জামাইকার বিপক্ষে গ্রুপ লিগের ম্য়াচে তিনি হ্যাটট্রিক করেন। তবে ৯৮ বিশ্বকাপের সবচেয়ে উল্লেখযোগ্য় ঘটনা ফ্রান্সের চ্য়াম্পিয়ন হওয়াটাই।

 

Published on: Nov 13, 2022 11:47 AM