FIFA World Cup: রোনাল্ডো ছটায় বিশ্বসেরা ব্রাজিল
২০০২ সালে বিশ্বকাপ প্রথম বারের জন্য হয়েছিল এশীয় ভূমিতে। সে বছরের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব প্রথম বার যুগ্মভাবে দেওয়া হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়াকে।
আর সপ্তাহ খানেক পর শুরু হবে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ২০০২ সালে বিশ্বকাপ প্রথম বারের জন্য হয়েছিল এশীয় ভূমিতে। সে বছরের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব প্রথম বার যুগ্মভাবে দেওয়া হয়েছিল জাপান ও দক্ষিণ কোরিয়াকে। সে বারই প্রথম ইউরোপ ও আমেরিকা মহাদেশের বাইরে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। প্যারিসে ফাইনালে লজ্জার হার ব্রাজিল সুদে আসলে তুলে নেয় জাপানে। ২০০২ সালের ৩০ জুন রবিবার জাপালের ইয়োকোহোমা স্টেডিয়ামে প্রায় সত্তর হাজার দর্শকের সামনে আবার বিশ্বজয়। টানা সাত ম্য়াচে জিতে ১৮ গোল করে চ্য়াম্পিয়ন হন রোনাল্ডোরা। সর্বোচ্চ গোলদাতা হিসেবে মোট আটটি গোল করেন রোনাল্ডো।
২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন, জার্মানি রানার্স হওয়ার পাশাপাশি তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেছিল তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। ১৯৯৮ সালের চ্য়াম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় মাত্র এক পয়েন্ট পেয়ে। একই দশা হয় আর্জেন্টিনারও। তারাও ছিটকে যায় গ্রুপ লিগ থেকেই। চমকপ্রদ ঘটনা হল দ্বিতীয় বার বিশ্বকাপে খেলতে নেমেই তুরস্ক তৃতীয় স্থান পায়। আরও এক চমকপ্রদ ঘটনা ঘটায় দক্ষিণ কোরিয়া। যা ইতিহাসে এশিয়ার আর কোনও দেশ দেখাতে পারেনি। প্রথম ম্য়াচেই পোল্য়ান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জিতে তারা বিশ্বকাপ অভিযান শুরু করে। প্রি- কোয়ার্টার ফাইনালেও তারা ইতালিকে ২-১ গোলে হারায়। সেনেগালকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে তুরস্ক। আর সেমিফাইনালে তুরস্ককে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। অন্য় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াও হেরে যায় জার্মানির কাছে।