FIFA World Cup 2022: মরুঝড় তুলবে ব্রাজিল, কেন জানেন?
এ বার ব্রাজিল (Brazil) দলের দুরন্ত লাইন আপ। তারুণ্যে ভরপুর এ বারের ব্রাজিল দল বিশ্বকাপ শুরুর ঠিক আগে এক অন্য উচ্চতায় পৌঁছেছে।
ষষ্ঠ বার বিশ্বকাপের দাবিদার হিসেবে কাতারে আসছে সেলেকাওরা। এ বার ব্রাজিল (Brazil) দলের দুরন্ত লাইন আপ। তারুণ্যে ভরপুর এ বারের ব্রাজিল দল বিশ্বকাপ শুরুর ঠিক আগে এক অন্য উচ্চতায় পৌঁছেছে। তিতের দলে রয়েছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকার ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগো। বার্সেলোনার রাফিনহা আর আর্সেনালের আক্রমণের জোড়া ফলা গ্র্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তাঁর সঙ্গে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুমিয়ারেজ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিদ্যুতগতির উইঙ্গার অ্যান্টনি আর টটেনহাম হটস্পারের রিচার্লিসনকে নিয়ে তৈরি ব্রাজিল দল বিপক্ষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। এই সব ফুটবলারেরই বয়স ২৫ এর নিচে এবং তাঁরা ইতিমধ্যেই বিশ্বমানের ফুটবল খেলছে। তিতে মনে করেন তাঁর এই তরুণ বাহিনী নেইমারের ওপর চাপ কমাবে।
এ বারের বিশ্বকাপে ২৬ জনের দল গঠন করা হয়েছে এবং ৫ টি পরিবর্ত খেলোয়াড় রাখা যাবে দলে। পিএজির নেইমার দুরন্ত ফর্মে রয়েছেন। ইউরোপের পাঁচটি প্রধান লিগে গোল এবং গোলে সহায়তা মিলিয়ে সফলতম ফুটবলার ব্রাজিলের নেইমার জুনিয়র। তরুণ ব্রিগেড সঙ্গে নেইমারের ফর্মে থাকা ব্রাজিলকে এক নতুন উদ্যম এবং আত্মবিশ্বাস দিচ্ছে। কাতারে মরুঝড় উড়িয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতবেই হলুদ সবুজ বাহিনী। তিতে জানিয়েছেন, তরুণ ফুটবলাররা দলে আসায় মাঠে এবং মাঠের বাইরে নেইমারের জন্য ভালো হচ্ছে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোনাল্ডো বলেছেন, “যখন একটা দলে অনেক প্রতিভাবান এবং দক্ষ ফুটবলার থাকে তখন বিপক্ষকে ভাবতে হয় কীভাবে তারা রক্ষণ সাজাবে।” যদিও রোনাল্ডো মনে করেন নেইমারের ওপর চাপ থাকবেই। কারণ তিনি ব্রাজিলের সুপারস্টার। তাঁর পাশে কে খেলল না খেলল তাতে কিছু আসে যায় না। রোনাল্ডো মনে করেন, শেষ তিনটি বিশ্বকাপের তুলনায় নিশ্চিত ভাবে এ বারের ব্রাজিল দল অনেক ভালো। কিন্তু নেইমারের ওপর অনেক দায়িত্ব থাকবে এ বার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেলেকাওদের পাঁচ ফরোয়ার্ডে খেলতে দেখা গেছে। ব্রাজিল সেই ম্যাচে ৫-১ গোলে তিউনিশিয়াকে এবং ৩-০ গোলে ঘানার বিরুদ্ধে জিতেছিল।