FIFA World Cup 2022: কাতারে গানের 'গুঁতো'

FIFA World Cup 2022: কাতারে গানের ‘গুঁতো’

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 14, 2022 | 2:19 PM

কাতার বিশ্বকাপের আয়োজকরা থিম সঙের ক্ষেত্রে এনেছেন কিছুটা পরিবর্তন। একটি নয় একাধিক অফিসিয়াল গান উপহার দিচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্যোক্তারা।

কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) থিম সং (Theme Song) শুনেছেন? ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপের মন্ত্র বলা যায় থিম সং বা অফিসিয়াল সংকে। থিম সঙের শুরু ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপ, ইতালিয়া নাইনটি থেকে। নব্বই এর দশকে ফ্রান্স বিশ্বকাপের গান ‘দ্য কাপ অফ লাইফে’ নেচে উঠেছিল ফুটবল বিশ্ব। ‘হিয়ার উই গো আলে আলে আলে’ রিকি মার্টিনের গানে কেঁপে উঠেছিল ১৯৯৮ এর বিশ্বকাপ। ২০১০ এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল গান গেয়েছিলেন লাস্যময়ী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকার’ জাদুতে ২০১০ এ মজে ফুটবল দুনিয়া। আজও সেই মগ্নতার মৌতাত অটুট। শাকিরার ইউটিউব চ্যানেলে ১২ বছর আগে পোস্ট হওয়া এই ভিডিও এখনও পর্যন্ত দেখেছেন ৩.২ বিলিয়ন দর্শক! ইউটিউবের ইতিহাসে কোনও গায়িকার গাওয়া চতুর্থ জনপ্রিয় ভিডিও এই ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল গান গেয়েছিলেন পিটবুল। সেই গানে গলা মিলিয়েছিলেন জেনিফার লোপেজ এবং ব্রাজিলিয়ান গায়িকা ক্লদিয়া লেতে। ‘উই আর ওয়ান ওলে ওলে ওলা’ র সাম্বা সুরে বোধন হয়েছিল বিশ্বকাপের। জারের দেশে ২০১৮ র রাশিয়া বিশ্বকাপের থিম সং ছিল ‘ওয়ান লাইফ লিভ ইট আপ’। রুশ বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন নিকি জ্যাম, উইল স্মিথ এবং এরা ইস্ত্রেফি। এ বার বিশ্বকাপের আসর বসেছে মরু প্রদেশ কাতারে। কাতার বিশ্বকাপের আয়োজকরা থিম সঙের ক্ষেত্রে এনেছেন কিছুটা পরিবর্তন। একটি নয় একাধিক অফিসিয়াল গান উপহার দিচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্যোক্তারা। প্রথম গান ‘হায়া হায়া হায়া’ গেয়েছেন ত্রিনিদাদ কার্দোনা, দাভিদো এবং আইশা। দ্বিতীয় গান ‘আরহবো’ গেয়েছেন ওজুনা আর গিমিস। তৃতীয় গান ‘লাইট দ্য স্কাই’। বিশ্বকাপের এই গানে আছে ৪টি হিন্দি লাইন। এই গানে নোরা ফতেহির সঙ্গে আছেন বালকিস, মানাল, রাহামা রিয়াদ।