Air Cooler Make at Home: বাড়িতেই সস্তায় বানান কুলার
বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা কমছে না। চড়চড়ে রোদে প্রাণান্তকর অবস্থা। আবার বিদ্যুতের ইউনিটের যা দাম তাতে এসি সারাক্ষণ চললেও বিল আসবে মারাত্মক। কী করে ঘর ঠাণ্ডা রাখবেন। তৈরি করতে পারেন রিসাইকেল্ড কুলার। সম্প্রতি একজন তৈরি করেছেন এমনই একটি কুলার।
বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা কমছে না। চড়চড়ে রোদে প্রাণান্তকর অবস্থা। আবার বিদ্যুতের ইউনিটের যা দাম তাতে এসি সারাক্ষণ চললেও বিল আসবে মারাত্মক। কী করে ঘর ঠাণ্ডা রাখবেন। তৈরি করতে পারেন রিসাইকেল্ড কুলার। সম্প্রতি একজন তৈরি করেছেন এমনই একটি কুলার। এই কুলারটি তিনি বানিয়েছেন সহজ কিছু জিনিস দিয়ে। একটি জলের ড্রাম, কিছু ঘাস, খসখস পর্দার টুকরো নেন। প্রথমে ড্রামে একটি ফুটো করে একটি পাখা ঢুকিয়ে দেন তিনি। তারপর কিছু ঘাস ভিজিয়ে ওই ড্রামে জল ভরেন। পাখার চারপাশে খসখসের আবরণ ঝুলিয়ে দেন। এভাবে খুব কম খরচেই শুধু নয় পরিবেশ বান্ধব উপায়ে ঘর ঠাণ্ডা করলেন তিনি। আপনিও তৈরি করতে পারেন কুলার এমনই উপায়ে। এতে পরিবেশে মিশবে না ক্লোরোফ্লুরোকার্বন। বিকল্প পদ্ধতিতে ঘরও ঠাণ্ডা থাকবে। আসবে না তেমন বড় বিদ্যুতের বিল।
Latest Videos