Salman Khan And Aishwarya Rai Bachchan: সলমন ঐশ্বর্যর শেষ সিনেমা কী, জানেন?

Salman Khan And Aishwarya Rai Bachchan: সলমন ঐশ্বর্যর শেষ সিনেমা কী, জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 2:43 PM

এক সময়ের হিট জুটি সলমন খান ও ঐশ্বর্য রাই। 'হাম দিল দে চুকে সনম'এ ঐশ্বর্য ও সলমনের রসায়ন ভোলার নয়। রিল থেকে রিয়েল লাইফেও তখন সেই রসায়ন ছড়িয়ে পড়ে। সলমন ঐশ্বর্যর প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত। অনেক পরিচালকই দুই স্টারকে একসঙ্গে পর্দায় কাস্ট করতে চান। স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় অ্যাশের সঙ্গে ছবি করেননি ভাইজান।

এক সময়ের হিট জুটি সলমন খান ও ঐশ্বর্য রাই। ‘হাম দিল দে চুকে সনম’এ ঐশ্বর্য ও সলমনের রসায়ন ভোলার নয়। রিল থেকে রিয়েল লাইফেও তখন সেই রসায়ন ছড়িয়ে পড়ে। সলমন ঐশ্বর্যর প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত। অনেক পরিচালকই দুই স্টারকে একসঙ্গে পর্দায় কাস্ট করতে চান। স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় অ্যাশের সঙ্গে ছবি করেননি ভাইজান।

দেবদাসের জন্য সঞ্জয়লীলা ভনসালি অফার দেন সলমন খান ও ঐশ্বর্য রাইকে। ছবির শুটিং ও হয় দীর্ঘ দৃশ্যে অভিনয় করেন সল্লু। তবে ঐশ্বর্যের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক তখন তলানিতে। সঞ্জয়লীলা ছবি থেকে বাদ দেন সলমনের দৃশ্যগুলি। সেই থেকে স্ক্রিন শেয়ার করেননি এই দুই তারকা। অতীতে ঐশ্বর্য এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ঐশ্বর্য বলেন স্ক্রিপ্ট ভাল হলে সলমনের সঙ্গে অভিনয় করবেন তিনি।