Effects Of Alcohol: মদ্যপানে ক্ষতি হচ্ছে মস্তিষ্কের?
অনেকেই মদ্যপানের অভ্যাস ছাড়তে পারেন না। রোজ মদ্যপানে ক্ষতি করছেন আপনার শরীরের। মদ্যপান করলে ঘুমের উপর প্রভাব পড়ে। বেশি মদ্যপান করলে সারাদিন শরীর ক্লান্ত লাগে। এমনকি রাতে ঠিক মত ঘুমও হয় না।
অনেকেই মদ্যপানের অভ্যাস ছাড়তে পারেন না। রোজ মদ্যপানে ক্ষতি করছেন আপনার শরীরের। মদ্যপান করলে ঘুমের উপর প্রভাব পড়ে। বেশি মদ্যপান করলে সারাদিন শরীর ক্লান্ত লাগে। এমনকি রাতে ঠিক মত ঘুমও হয় না। ঘুম না হলে শারীরিক নানান সমস্যা দেখা যায়। একটি রিপোর্ট অনুযায়ী, মস্তিষ্কর উপর প্রভাব ফেলে মদ্যপান। মস্তিষ্কে সাদা আস্তরন দেখা যেতে পারে মদ্যপানের জন্য। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বেশি মদ্যপান করলে। অ্যালকোহলের জন্য শরীরে দেখা যায় নানা ধরনের প্রদাহ। মদ্যপানের জন্য ওজন বেড়ে যায়। মদ্যপানের কারণে কোলেস্টেরলেরব পরিমাণ বাড়ে। সেখান থেকে হার্টের সমস্যাও হতে পারে। বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। বেশি মদ্যপান করলে অনেকে খিটখিটে হয়ে যায়। এমনকি অত্যধিক মদ্যপানের জন্য কমতে পারে শুক্রাণুর সংখ্যাও।
Latest Videos