Pakistan Army: কেন পাকিস্তানে বাড়ছে ফৌজে নিয়োগ?

Pakistan Army: কেন পাকিস্তানে বাড়ছে ফৌজে নিয়োগ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 30, 2023 | 1:24 PM

পাকিস্তানে কর্মসংস্থান প্রায় বন্ধ। চরম আর্থিক সংকটে পাকিস্তান। এই পরিস্থিতিতে অনেকে যোগ দিচ্ছেন পাক সেনাবাহিনীতে। অনেকে মনে করছেন,কর্মসংস্থানের সুযোগ না থাকায় অসংখ্য যুবক সেখানে যোগ দিয়েছেন।

পাকিস্তানে কর্মসংস্থান প্রায় বন্ধ। চরম আর্থিক সংকটে পাকিস্তান। এই পরিস্থিতিতে অনেকে যোগ দিচ্ছেন পাক সেনাবাহিনীতে । অনেকে মনে করছেন,কর্মসংস্থানের সুযোগ না থাকায় অসংখ্য যুবক সেখানে যোগ দিয়েছেন। কিন্তু সবাই সেনাবাহিনীতে কেন যোগদান করছেন,তা নিয়ে নানা মত আছে। অনেকে মনে করছেন, অর্থনৈতিক সমস্যার জন্য তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বেশ কিছু মানুষ দারিদ্র সীমার নীচে আছে। তাই সেখানকার যুবকরা ভিড় করছেন সেনাবাহিনীতে। অনেকের মতে, পাকিস্তান সেভাবে তাদের পরিকাঠামোর উন্নতি করেনি । সেভাবে শিল্পের বিকাশও হয়নি। তাই কর্মসংস্থানের অনেক ঘাটতি আছে পাকিস্তানে। বেশিরভাগ পাক যুব সম্প্রদায় যোগ দিচ্ছেন সেনাবাহিনীতে। পাক সরকারের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১.৩০ লক্ষ যুবক প্রতি বছর সেনাবাহিনীতে আবেদন করেন। সেখানে সুযোগ পায় প্রায় ৩৮ হাজার যুবক।