Alia Bhatt: মেয়েকে লেখা…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 3:58 PM

গত বছর আলিয়া রণবীর কাপুরের সংসারে আসে ছোট্ট সদস্য রাহা। রাহার এক বছর হতে আর খুব দেরি নেই। এর মধ্যে রাহার খুব একটা ছবি প্রকাশ্যে আনেননি কাপুর পরিবার। লাইমলাইটের বাইরেই ছোট্ট সোনাকে রাখতে চান রালিয়া।

গত বছর আলিয়া রণবীর কাপুরের সংসারে আসে ছোট্ট সদস্য রাহা। রাহার এক বছর হতে আর খুব দেরি নেই। এর মধ্যে রাহার খুব একটা ছবি প্রকাশ্যে আনেননি কাপুর পরিবার। লাইমলাইটের বাইরেই ছোট্ট সোনাকে রাখতে চান রালিয়া। মা আলিয়া জানিয়েছেন এক তথ্য। শুনে মন খুশিতে ভরে উঠবে আপনারও। রোজ কাজ সেরে বাড়ি ফিরে মেয়ে রাহার জন্য চিঠি লিখে রাখেন মা আলিয়া।

আশা বড় হয়ে মেয়ে পড়বে মায়ের দিনলিপি। এখন সে ছোট্ট কথা বলতে পারে না। ভবিষ্যতে মায়ের লেখা ই মেল পড়বে রাহা। বাবা রণবীরও অনুপ্রাণিত আলিয়ার চিঠিতে। তিনি বলছেন ছোট থেকে অনেক প্রেমপত্র লেখার অভিজ্ঞতা আছে তাঁর। তবে এবারে মেয়ের জন্য চিঠি লিখবেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চিঠি লেখেন তাঁর মেয়ে ইন্দিরাকে। সেই লেখা চিঠি বই হয়। লেটারস ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার। কে বলতে পারে ভবিষ্যতে রাহার জন্য লেখা মেলও বই হয়ে উঠবে না।

Arjun Kapoor Gossips: জল্পনায় জল ঢালল একটি লাইক
Kajol Devgan: কাজলের স্মৃতিভ্রমের সুযোগ নেন শাহরুখ
Arjun Kapoor Gossips: জল্পনায় জল ঢালল একটি লাইক
Kajol Devgan: কাজলের স্মৃতিভ্রমের সুযোগ নেন শাহরুখ