Alipurduar Biryani News: আলিপুরদুয়ারে বিরিয়ানিতে কী হল দেখুন!
পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ্য শিশু। লিখিত অভিযোগ পেয়ে বিরিয়ানির দোকানে অভিযান মহকুমা শাসকের। আলিপুরদুয়ার শহরে যত্র তত্র গজিয়ে উঠেছে বিরিয়ানির দোকান। এইসব বিরিয়ানির দোকান থেকে পচা বিরিয়ানি বিক্রি হচ্ছে। গতকাল আলিপুরদুয়ার জংশনের একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন এক শিশু।
পচা বিরিয়ানি খেয়ে অসুস্থ্য শিশু। লিখিত অভিযোগ পেয়ে বিরিয়ানির দোকানে অভিযান মহকুমা শাসকের। আলিপুরদুয়ার শহরে যত্র তত্র গজিয়ে উঠেছে বিরিয়ানির দোকান। এইসব বিরিয়ানির দোকান থেকে পচা বিরিয়ানি বিক্রি হচ্ছে। গতকাল আলিপুরদুয়ার জংশনের একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন এক শিশু। আর তার পরেই ওই শিশুর মা সুস্মিতা দত্ত দাস প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানান। এই লিখিত অভিযোগ পাওয়ার পরেই আজ সকাল থেকে বিরিয়ানির দোকানে অভিযান শুরু করেছেন মহকুমা শাসক বিপ্লব সরকার। অভিযানে আলিপুরদুয়ার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহকুমাশাসক বিপ্লব সরকার জানিয়েছেন,অভিযোগ পেয়ে খতিয়ে দেখা হচ্ছে।আলিপুরদুয়ারে সব দোকান ঘুরে দেখা হচ্ছে।খাওয়ার মান পরীক্ষা হচ্ছে।
Latest Videos