Airline meal: বিমানে এই খাবার খেলেই যেতে হবে টয়লেটে!

Airline meal: বিমানে এই খাবার খেলেই যেতে হবে টয়লেটে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 19, 2023 | 8:29 PM

বিমানে ভ্রমণ করতে সবারই ভাল লাগে। অনেকেই জানেন না বিমানে উঠলে কী কী করবেন না। বিমানে উঠলে বেশ কিছু জিনিস মনে রাখা দরকার। এক নজরে দেখে নিন কোন জিনিসগুলো এড়িয়ে যাওয়া উচিৎ। বিমানে জল না খাওয়াই ভাল।

বিমানে ভ্রমণ করতে সাবারই ভাল লাগে। অনেকেই জানেন না বিমানে উঠলে কী কী করবেন না। বিমানে উঠলে বেশ কিছু জিনিস মনে রাখা দরকার। এক নজরে দেখে নিন কোন জিনিসগুলো এড়িয়ে যাওয়া উচিৎ। বিমানে জল না খাওয়াই ভাল । বিমানের জলে জীবাণু থাকতে পারে। অনেক সময় বিমানের ট্যাঙ্কের জল অপরিষ্কার থাকে। বিমানে ভ্রমণ করলে মদ পান না করা ভাল। মদ খেলে শরীরে দেখা দিতে জলের অভাব। বিমানে খাবার খাওয়া উচিৎ না। বেশি ভাগ সময় বাসি খাবার পরিবেশনা করা হয়। সেই খাবার আবার বেশি বার গরম করা হয় এবং খাবারের উপকার নষ্ট হয়। বিমানে ফল খেলেও সাবধান হন। আপেল কখনও খাবেন না। আপেল খেলে গ্যাস হয়। বিমানে কফি না খাওয়া ভাল। অপরিচ্ছন্ন জলের জন্য আপনার শরীরের ক্ষতি হতে পারে। মদের সঙ্গে কখনও কফি খাবেন না। কমলালেবু বিমানে না খাওয়া ভাল। হালকা খাবার খেতেই পারেন বিমানে।