Panchayat Election 2023 Result: তৃণমূল প্রার্থীর শ্বশুরও বাদ গেলেন না!
CPIM দল জিতে হেরে যাওয়ায় TMC প্রার্থীর শ্বশুরকে মারধোর করার অভিযোগে গ্রেপ্তার চার CPIM কর্মী সমর্থক। মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, দাবী CPIM দলের।পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত তালবোনা গ্রামের গত কাল বিকালের ঘটনা।পূর্বস্থলী থানায় অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।
CPIM দল জিতে হেরে যাওয়া TMC প্রার্থীর শ্বশুর কে মারধোর করার অভিযোগে গ্রেপ্তার চার CPIM কর্মী সমর্থক।মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে দাবী CPIM দলের।পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত তালবোনা গ্রামের গত কাল বিকালের ঘটনা।পূর্বস্থলী থানায় অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।আজ ধৃতদের কালনা আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেরিনা খাতুন 45 ভোটে পরাজিত হয় CPIM মর্জিনা বিবির কাছে।অভিযোগ গত কাল বিকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেরিনা খাতুনের শ্বশুর কিরিয়া শেখ কে দেখে কয়েকজন CPIM কর্মী সমর্থক স্লোগান দিতে দিতে টোন টিটকারী করে।তার প্রতিবাদ করায় কিরিয়া শেখ কে মারধর করা হয়।থানায় অভিযোগ করলে গ্রেপ্তার হয় চার CPIM কর্মী সমর্থক।যদিও হেরে যাওয়ায় মিথ্যা অভিযোগে দলীয় কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে দাবী প্রাক্তন বাম বিধায়কের।