Panchayat Elections 2023: এজেন্টের বাড়িতে গুলি! 

Panchayat Elections 2023: এজেন্টের বাড়িতে গুলি! 

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 13, 2023 | 5:44 PM

বিজেপির ইলেকশন এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো ও বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিদের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের। উত্তর ২৪ পরগনার বনগাঁ পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনের বিজেপি প্রার্থী সুশীল সরদারের ইলেকশন এজেন্ট শান্তনু মুখার্জী, গোপালনগর থানার অন্তর্গত দিঘারী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া এলাকার বাসিন্দা সে।

বিজেপির ইলেকশন এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো ও বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিদের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের। উত্তর ২৪ পরগনার বনগাঁ পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনের বিজেপি প্রার্থী সুশীল সরদারের ইলেকশন এজেন্ট শান্তনু মুখার্জী, গোপালনগর থানার অন্তর্গত দিঘারী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া এলাকার বাসিন্দা সে। অভিযোগ গভীর রাতে তার বাড়িতে লক্ষ্য করে বেশ কয়েকজন কয়েক রাউন্ড গুলি চালায় এবং বোমা ছাড়ে তার বাড়ির লক্ষ্য করে । শান্তনু বাবুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল । ঘটনাস্থলে এসে গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় গোপালনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা । শান্তনু বাবু বলেন তিনি বিজেপি করেন সেই কারণেই তার বাড়ির লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে গুলি চালিয়েছে এবং বোমা মেরেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আতঙ্কের ছাপ শান্তনু বাবু ও তার পরিবারের মুখে । বলেন এইরকম ঘটনা আগে কখনো ঘটেনি এই প্রথমবার । খবর পেয়ে শান্তনুর বাড়িতে আসেন বিজেপির জেলা সভাপতি রাম পদ দাস সহ বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, এখানে বিজেপির একজন সম্প্রদায়ের প্রার্থী জয়ী হয়েছে। দীঘারি পঞ্চায়েতে এবার উপপ্রধান এসটি সংরক্ষিত। কিন্তু তৃণমূল কোন এসটি পঞ্চায়েত সদস্য নেই। ফলে আমাদের সদস্যকে নেওয়ার জন্য এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করতে চাইছে তৃণমূল। বিজেপির লোকেদেরকে হুমকি দিচ্ছে। আমাদের ইলেকশন এজেন্ট শান্তনুর বাড়িতে বোমা মেরেছে গুলি চালিয়েছে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা শান্তিপূর্ণ এলাকা আগে কোনদিন উশৃংখলতা হয়নি । বিজেপি প্রার্থী জেতার পরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি বোম্বা মারা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বনগাঁয় বিজেপির পায়ের নিচে মাটি নেই সব জায়গায় তারা হেরে গিয়েছে ফলে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য ও সহানুভূতি ও পাওয়ার জন্য এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে।