Panchayat Elections 2023: ভোটে অশান্তি, প্রতিবাদে অবরোধ
ভোটের দিন গ্রামে অশান্তির জন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের একাংশের।পাশাপাশি অবরোধকারীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পূর্ব বর্ধমানের রায়নার পলাশনে।
ভোটের দিন গ্রামে অশান্তির জন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের একাংশের।পাশাপাশি অবরোধকারীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পূর্ব বর্ধমানের রায়নার পলাশনে। পলাশন পঞ্চায়েত পূর্ব বর্ধমান জেলায় একমাত্র পঞ্চায়েত শাসকদলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সিপিএম। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন এই গ্রামে বিপুল বোমাবাজি হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও অভিযোগ, যাদের নেতৃত্ত্বে দুস্কৃতিরা তাণ্ডব চালিয়েছে তাদের গ্রেফতার করছে না পুলিশ। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবীতে রায়নার পলাশন পঞ্চায়েতের নূরপুর গ্রামে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তাদের দাবী, শামসুদ্দিন মণ্ডল এবং লিয়াকত মণ্ডল ও জাহাঙ্গীর মণ্ডলের নেতৃত্বে গ্রামে বোমাবাজি চালিয়েছে দুস্কৃতিরা। এদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বৃহস্পতিবার বাদশাহী রোড অবরোধে শামিল হলেন গ্রামের সাধারণ মানুষ। তাদের অভিযোগ বাইরে থেকে দুষ্কৃতীদের এনে গ্রামে বোমাবাজি চালানোর পাশাপাশি গুলি চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে বলে তাদের দাবী। দুস্কৃতিরা গ্রেফতার না হওয়ায় তারা আতঙ্কে রয়েছে বলে জানাচ্ছে আন্দোলনকারীরা। রায়না থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা। পুলিশের কাছে দ্রুত ওই অভিযুক্তদের গ্রেফতার দাবী করে আন্দোলনকারীরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।