America Twin Tower Attack: ৯/১১র পঞ্চম বিমান

৯/১১র আমেরিকার টুইন টাওয়ার হামলার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় আমেরিকাকে। ২২ বছর অতিক্রান্ত সেই ভয়ংকর হামলার। ২০০১ এর সেই হামলা নিয়ে টাইমস ম্যাগাজিন তৈরি করেছে একটি তথ্যচিত্র।

America Twin Tower Attack: ৯/১১র পঞ্চম বিমান
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 4:10 PM

৯/১১র আমেরিকার টুইন টাওয়ার হামলার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় আমেরিকাকে। ২২ বছর অতিক্রান্ত সেই ভয়ংকর হামলার। ২০০১ এর সেই হামলা নিয়ে টাইমস ম্যাগাজিন তৈরি করেছে একটি তথ্যচিত্র। ‘নাইন ইলেভেন দ্য ফিফথ প্লানেট’। ফক্স চ্যানেলে সম্প্রচারিত হয় এই তথ্যচিত্র। ওই তথ্যচিত্রে এক বিস্ফোরক দাবি করেছেন পাইলট টম মালেনা। মালেনা ছিলেন ফ্লাইট ২৩র ক্যাপ্টেন। বিমানটি অপহরণের ছক কষে জঙ্গিরা। শেষ মুহূর্তে সেই বিমানটি অপহরণের ছক বাতিল করে জঙ্গিরা। নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলে যাওয়ার কথা ছিল ফ্লাইট ২৩র। ফ্লাইট ২৩র এক অ্যাটেনডেন্ট দাবি করেন ওই দিন একজন যাত্রীকে খুব নার্ভাস লাগছিল। টি-শার্ট পরিহিত সেই যাত্রী খুব ঘামছিলেন। ওই অ্যাটেনডেন্ট ৪জন যাত্রীর প্রতি সন্দেহ প্রকাশ করেন। সন্দেহজনক যাত্রীদের মধ্যে ছিলেন ১জন ছদ্মবেশ ধারী মহিলা। নাকাব পরিহিত সেই মহিলা আসলে ছিলেন পুরুষ এমনটাই দাবি অ্যাটেনডেন্টের। ভিড়ে ঠাসা বিমানবন্দরে ১০টি প্লেনের পর ছিল ফ্লাইট ২৩। এই বিমানের বিষয়ে সরকারি ভাবে কিছু বলেনি মার্কিন প্রশাসন। ৯/১১ হামলায় ২টি বিমান ঢুকে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ১টি অপহৃত বিমান হামলা চালায় পেন্টাগনে। আরেকটি বিমান ভেঙে পড়ে পেনসিলভেনিয়ায়। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় ৩,০০০ এরও বেশি মানুষের।

Follow Us: