Amir Khan Daughter: অবসাদে আমির কন্যা!

Amir Khan Daughter: অবসাদে আমির কন্যা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 11:19 AM

আমির খানের কন্যা, ইরা হতাশাগ্রস্ত। ইরা জানান, তাঁর হতাশ হওয়ার কারণ তাঁর মা-বাবার ডিভোর্সের জন্য নয়। ৫ বছর আগে ইরা আক্রান্ত হন ক্লিনিক্যাল ডিপ্রেশনে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমিরকে সব সময় পাশে পেয়েছেন। ইরা হতাশাগ্রস্ত মানুষের জন্য অগাস্তু ফাউন্ডেশন তৈরি করেছেন। ইরা জানান তিনি ঘুমাতেন ১০ ঘণ্টা ও কাঁদতেন ৮ ঘণ্টা । ইরা জানান, তাঁর […]

আমির খানের কন্যা, ইরা হতাশাগ্রস্ত। ইরা জানান, তাঁর হতাশ হওয়ার কারণ তাঁর মা-বাবার ডিভোর্সের জন্য নয়। ৫ বছর আগে ইরা আক্রান্ত হন ক্লিনিক্যাল ডিপ্রেশনে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমিরকে সব সময় পাশে পেয়েছেন। ইরা হতাশাগ্রস্ত মানুষের জন্য অগাস্তু ফাউন্ডেশন তৈরি করেছেন। ইরা জানান তিনি ঘুমাতেন ১০ ঘণ্টা ও কাঁদতেন ৮ ঘণ্টা । ইরা জানান, তাঁর মা বুঝেছিলেন তিনি বাঁচতে চান না। ইরা খাবার খাওয়া বন্ধ করেন ৪ দিন। কিন্তু একথা তিনি কাউকে বলেননি। মানসিক অবস্থার কথাও বলেন ইরা। তিনি অবসাদে ভুগেছেন। তাঁর সমস্যা দেখা যেত ৮ থেকে ১০ মাসে অন্তর। এই সমস্যা থেকে মুক্তি পেতে তাঁর অনেকটাই সময় লেগেছিল। ইরার ডিপ্রেশন হয় গত বছরের জুলাই মাসে। সেই সময় খাওয়া বন্ধ করেন। তখন তাঁর ওজনও বেড়ে যায়। তবুও হাল ছাড়েননি।