LI Mega: ১৫ মিনিট চার্জে ৮০০ কিমি!
১৫ মিনিট চার্জে ৮০০ কিমি! এখন ইলেকট্রিক গাড়ির রমরমা। মার্সিডিজ, কিয়া, হুন্ডাই, বিএমডব্লিউ, এমজি, বিওয়াইডি, টাটা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি বাজারে। এরমধ্যে এল এক দুর্দান্ত গাড়ি । এলআই মেগা ইলেকট্রিক কার। এই ইলেকট্রিক কার ১৫ মিনিটে ফুল চার্জ হয়। তারপর ছোটে ৮০০ কিলোমিটার। এ গাড়ি একেবারে আধুনিক প্রযুক্তির।
গাড়িটিতে আছে সেলফ ড্রাইভ ফিচার। দাম ৭০,১৬০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ টাকা। এ পর্যন্ত ভারতীয় ইলেকট্রিক গাড়ির এক চার্জে পাল্লা ছিল ৪০০ থেকে ৫০০ কিমি। সেই নিরিখে এই গাড়ির পাল্লা বনাম চার্জের টাইম নজরকাড়া। ভারতের বাজারে ইলেকট্রিক কারের পাল্লা বা রেঞ্জ (১বার চার্জে)। মার্সিডিজ বেঞ্জ ইকিউএস – ৮৫৭ কিমি। কিয়া ইভি সিক্স – ৭০৮ কিমি। বিএমডব্লিউ আই সেভেন – ৬৩১ কিমি। বিএমডব্লিউ আই ফোর – ৫৯০ কিমি। বিওয়াইডি – ৫২১ কিমি। এমজি জেডএস ইভি – ৪৬১ কিমি। টাটা নেক্সন – ৪৫৩ কিমি। ভারতে সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি এমজি কমেট। দাম ৭ থেকে ৯ লাখ আটানব্বই টাকা। ভারতে জনপ্রিয়তম ইলেকট্রিক কার, টাটার টিয়াগো। রেঞ্জ ২৫০ কিমি, দাম সাড়ে ৮ থেকে ১২ লাখ টাকা।
Latest Videos