AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Andhrapradesh: বিনিয়োগ ৬০০ কোটি ডলার, অন্ধ্রতে গড়ে উঠছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার

এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ডেটা সেন্টার ভারতের মাটিতে তৈরি করতে চলেছে গুগল। মাইক্রোসফট, মেটা, গুগলের মতো সংস্থাগুলো কোটি কোটি মানুষের ডেটা নিয়ে ডিল করে। যার আয়তন কল্পনার বাইরে। এইসব ডেটা যেখানে মজুত থাকে, সহজভাবে বললে, তাই হল ডেটা সেন্টার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে মধুরাওয়াড়ায় গড়ে উঠবে এই ডেটা সেন্টার, আনুমানিক ৬০০ কোটি ডলার লগ্নি করার সম্ভাবনা […]

| Edited By: | Updated on: Aug 21, 2025 | 6:06 PM
Share

এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ডেটা সেন্টার ভারতের মাটিতে তৈরি করতে চলেছে গুগল। মাইক্রোসফট, মেটা, গুগলের মতো সংস্থাগুলো কোটি কোটি মানুষের ডেটা নিয়ে ডিল করে। যার আয়তন কল্পনার বাইরে। এইসব ডেটা যেখানে মজুত থাকে, সহজভাবে বললে, তাই হল ডেটা সেন্টার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে মধুরাওয়াড়ায় গড়ে উঠবে এই ডেটা সেন্টার, আনুমানিক ৬০০ কোটি ডলার লগ্নি করার সম্ভাবনা রয়েছে সংস্থাটির। পুরো সেন্টার চলবে রিনিউয়েবল এনার্জিতে। জানা যাচ্ছে, শুধু বিদ্যুতের পরিকাঠামো গড়তেই খরচ হবে প্রায় ২০০ কোটি ডলার।

বিশাল এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি অসংখ্য ভেন্ডার সংস্থা গুগলের সঙ্গে কাজের সুযোগ পাবে। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় সুবিধা হবে তথ্য সুরক্ষায়। এতদিন ভারতীয়দের ডেটা বিদেশে সংরক্ষিত থাকলেও, এবার দেশের মাটিতেই থাকবে বহু গুরুত্বপূর্ণ তথ্য। এতে সাইবার সিকিউরিটি আরও মজবুত হবে বলে আশা।

প্রসঙ্গত, ডেটা সেন্টার সাধারণত সমুদ্রের কাছাকাছি তৈরি হয়, কারণ আন্তর্জাতিক ডেটা আদান-প্রদান হয় সাগরতলের কেবল দিয়ে। সেই কারণেই বেছে নেওয়া হয়েছে বিশাখাপত্তনমকে। রাজ্য সরকার ডেটা সেন্টারের জন্য জমি ও কেবল ল্যান্ডিং স্টেশন দেবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ২০% ডেটা তৈরি হয় ভারতে, অথচ মজুত করার ক্ষমতা মাত্র ৩%। তাই গুগলের এই উদ্যোগকে দেশীয় তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বড় মাইলফলক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্ধ্রপ্রদেশ সরকার অক্টোবরে আনুষ্ঠানিক ঘোষণা করবে বলে জানা গিয়েছে। ভারতের তথ্যভাণ্ডারের নিরাপত্তা ও প্রযুক্তিগত পরিকাঠামোয় গুগলের এই লগ্নি এক নতুন যুগের সূচনা করতে পারে।