Necklace found in Titanic Debris: টাইটানিকের ধ্বংসাবশেষে মিলল হাঙরের দাঁতের নেকলেস
Titanic: টাইটানিক জাহাজ অনেক বছর আগে ডুবেছিল। কিন্তু সেখান থেকে আজও উদ্ধার হচ্ছে বেশ কিছু জিনিস। ১১১ বছর পর সেখান থেকে পাওয়া গেল নেকলেস। সেই নেকলেস তৈরি সোনা দিয়ে না।
টাইটানিক জাহাজ অনেক বছর আগে ডুবেছিল। কিন্তু সেখান থেকে আজও উদ্ধার হচ্ছে বেশ কিছু জিনিস। ১১১ বছর পর সেখান থেকে পাওয়া গেল নেকলেস। সেই নেকলেস তৈরি সোনা দিয়ে না। সেই নেকলেস তৈরি হাঙরের দাঁত দিয়ে। ওই জাহাজটি ডিজিটাল স্ক্যান করা হয়েছে। ডিজিটাল স্ক্যানের জন্য ২টি সাবমেরিনের সাহায্যে নেওয়া হয়েছে। ৪ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। উদ্ধারকার্যের সময় স্ক্যান করা হয়েছে সবচেয়ে বড় আন্ডারওয়াটার স্ক্যান। জলের নীচে ছবি তোলা হয়েছে ৭,০০,০০০ টি। তারমধ্যে একটি ছবিতে দেখা গেছে হাঙরের দাঁতের নেকলেসটি। মেগালোডন প্রজাতির হাঙরটি হল প্রায় বিলুপ্ত প্রজাতি। ব্রিটিশ সরকার একটি চুক্তি করেছিল। এই চুক্তিটিতে ছিল ধ্বংসাবশেষ থেকে শিল্পকর্ম অপসারণের নানা বিষয়।
এই চুক্তি অনুযায়ী, টাইটানিকের থেকে যে শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে তা স্পর্শ করা যাবে না। মোতাবেক উদ্ধারকারী দল স্পর্শ করতে পরবে না সেই নেকলেস । এই নেকলেসের মালিককে খোঁজ পেতে সাহায্য নেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। সংস্থাটি কথা বলবে ২২০০ যাত্রীর পরিবারের সঙ্গে। জাহাজটি ডুবে যাওয়ার জন্য মারা গেছিল ১৫০০ এর বেশি মানুষ।