Joe Biden: অবাধ যৌনতায় সায় বাইডেনের

Joe Biden: অবাধ যৌনতায় সায় বাইডেনের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 1:59 PM

Joe Biden:

২০২২এ ইউএস সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকার কেড়ে নেয়। প্রবল বিতর্ক হয় তাতে। এবার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। ইউএস ফুড ও ড্রাগ প্রশাসন জানিয়েছে গর্ভনিরোধক ওষুধ কিনতে পারে যে কেউ। যেকোনও ওষুধের কাউন্টারে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে কন্ট্রাসেপটিভ পিল। দোকানে পাওয়া যাবে ওপিল নামের এই গর্ভনিরোধক। বিশেষজ্ঞদের মতে এতে অল্প বয়সী ও টিনএজারদের সুবিধা হবে। গত ৫০ বছর এটি ছিল প্রেসক্রাইবড ওষুধ। এই ওষুধ ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বেশ কটি নিম্ন আদালত। বাইডেন প্রশাসন সুপ্রিম কোর্টে আবেদন করেন। ৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চের ৬ জন ওষুধটি ব্যবহারের রায় দেন। গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ায় মাইফপ্রিস্টোন ওষুধ নিয়ে বিভিন্ন প্রদেশের ফেডারাল কোর্টে কেস চলছে।