Antarctica: অ্যান্টার্কটিকায় বিপজ্জনক ‘ড্রেক প্যাসেজ’
Travel: বিশ্বের রুক্ষতম সমুদ্র হিসেবে পরিচিত।একবার স্যার ফ্রান্সিস ড্রেক আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ দুর্যোগের মধ্যে পড়েন।
অ্যান্টার্কটিকা মহাদেশের একাধিক জায়গায় পর্যটন চালু হয়েছে। এই মহাদেশে খেলে বেড়ায় পেঙ্গুইন। সেখানে যাওয়া খুব সহজ না। তুষার আবৃত এই মহাদেশে ‘ড্রেক প্যাসেজ’ এর ওপর দিয়ে যেতে হয়। এটি বিশ্বের রুক্ষতম সমুদ্র হিসেবে পরিচিত।একবার স্যার ফ্রান্সিস ড্রেক আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ দুর্যোগের মধ্যে পড়েন। প্রবল ঝড়-বৃষ্টিতে দক্ষিণ দিকে চলে যায় জাহাজটি। জাহাজটি প্রশান্ত মহাসাগরে পৌঁছয়। তাঁর কথা মনে রেখে এই পথের নাম ‘ড্রেক প্যাসেজ’ দেওয়া হয়। এখানে সমুদ্র উত্তাল থাকে সারা বছরই। প্রায় ৪০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে জাহাজে। ‘ড্রেক প্যাসেজ’ অতিক্রম করতে বেশ সমস্যা হয়। কিন্তু একবার ‘ড্রেক প্যাসেজ’ পার হয়ে গেলে, আর সমস্যা হয় না। এই মহাদেশে পৌঁছানোর পর অভিযাত্রীদের ক্যাম্প করে থাকতে হয়। মনোরঞ্জনের জন্য সেখানে অনেক ব্যবস্থা করা থাকে। ছোট নৌকা করে ঘুরে আসতে পারবেন কুমেরু সাগরে। এই নৌকাকে কায়াক বলে।