Arpita On Partha Health: ‘অনিয়ম করলে অসুস্থ হয়ে পড়বেন পার্থ দা’, উদ্বিগ্ন অর্পিতা
'ঘনিষ্ঠ' বন্ধুর ধমকে শেষে নিজের মত পরিবর্তন করেন মন্ত্রীমশাই। অতিরিক্ত অনিয়ম তাঁর শরীরের জন্য ক্ষতিকর বোঝান অর্পিতা মুখোপাধ্যায়।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় একজন ডায়াবেটিক রোগী। গত ১৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিক রোগে আক্রান্ত তিনি। এছাড়াও তাঁর কিছু ক্রনিক সমস্যা আছে বলেও জানিয়েছেন ভুবনেশ্বরের এইমস-এর চিকিৎসক। চার পাতার রিপোর্টে তাঁরা স্পষ্ট করে জানায় পার্থবাবুকে যেন ডায়েবেটিক খাবার ও বেশি করে ফ্লুইড জাতীয় খাবার দেওয়া হয়। তাঁদের এই কথায় আপত্তি প্রকাশ করেছেন প্রাক্তন শিল্পমন্ত্রী। ইডি আধিকারিকদের তিনি অনুরোধ করেন ভাত দেবার জন্য। কিন্তু অতিরিক্ত ভাত তাঁর সাস্থ্যের জন্যও ভালো না। ইডির তরফে ভাত না দেওয়ায়, খেতে অস্বীকার করেন পার্থবাবু। শেষে এই পরিস্থিতিতে ইডি আধিকারিকরা দ্বারস্থ হলেন ‘ম্যাডাম অর্পিতার’।
সময় নষ্ট না করে অর্পিতাকে ডাকেন ইডি আধিকারিকরা। পার্থ বাবুর শারীরিক অবস্থা খারাপ হতে পারে এরকম অনিয়মের পর, এই কথা জানার পরই উদ্বেগ প্রকাশ করেন তিনি। ‘ঘনিষ্ঠ’ বন্ধুর ধমকে শেষে নিজের মত পরিবর্তন করেন মন্ত্রীমশাই। অতিরিক্ত অনিয়ম তাঁর শরীরের জন্য ক্ষতিকর বোঝান অর্পিতা মুখোপাধ্যায়। আর তারপরেই ‘ঘনিষ্ঠ’ বন্ধুর ধমকে শেষে নিজের মত পরিবর্তন করেন মন্ত্রীমশাই।
অর্পিতার কথা মেনে নিয়ে শেষ পর্যন্ত রুটি, সবজি ও অল্প ভাত খান তিনি। আজ সকালেও তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া সব খাবারই খান।