Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teacher Recruitment Scam: শিলিগুড়িতেও 'দুর্নীতি'র জাল, চিরকুটেই নেতা-মন্ত্রীর আত্মীয়দের চাকরি?

Teacher Recruitment Scam: শিলিগুড়িতেও ‘দুর্নীতি’র জাল, চিরকুটেই নেতা-মন্ত্রীর আত্মীয়দের চাকরি?

আসাদ মল্লিক

|

Updated on: Jul 29, 2022 | 3:39 PM

Recruitment Scam: কয়েক বছর আগে এক বাম কাউন্সিলর নাকি তৃণমূলে যেতেই চাকরি পেয়ে যান বিশ্ববিদ্যালয়ে, অভিযোগ বিরোধীদের। তৎকালীন শিলিগুড়ির দাপুটে মন্ত্রীর আপ্ত সহায়কের চাকরি সরাসরি প্রাইমারি স্কুলে!

শিলিগুড়ি: শিক্ষক নিয়োগে দুর্নীতির জাল কি শিলিগুড়িতেও? বিরোধীদের অভিযোগে ফের উঠছে প্রশ্ন। চিরকুটে লিখে চাকরি দেওয়া হয়েছে, এমনকি চাকরির টোপ দিয়ে টানা হয়েছে দলে, এমনই বিস্তর অভিযোগে সরগরম শিলিগুড়ির রাজনীতি।

নিয়োগ দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর সাম্রাজ্যের পতনের পর থেকেই রাজ্য জুড়ে খোঁজ মিলছে নানা দুর্নীতির চাঁইয়ের। তৃণমূল নেতা থেকে নেতাদের আত্মীয়, আপ্ত সহায়করাও নাকি পেয়েছেন চাকরি, খবর সূত্রের। শিক্ষা দফতরের অধীনে প্রাথমিক স্কুল, হাইস্কুল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সর্বত্রই নাকি ছড়িয়ে নিয়োগ দুর্নীতির শাখাপ্রশাখা।

কয়েক বছর আগে এক বাম কাউন্সিলর নাকি তৃণমূলে যেতেই চাকরি পেয়ে যান বিশ্ববিদ্যালয়ে, অভিযোগ বিরোধীদের। তৎকালীন শিলিগুড়ির দাপুটে মন্ত্রীর আপ্ত সহায়কের চাকরি সরাসরি প্রাইমারি স্কুলে, এমনকি কলেজেও চাকরি পেয়েছেন আর এক আপ্ত সহায়ক, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী শিবিরের।শুধুই মেধার ভিত্তিতে চাকরি, নাকি চাকরির দান খয়রাতি? প্রশ্ন তুলে ইডির দৃষ্টি আকর্ষণের চেষ্টায় পথে প্রতিবাদে রাজ্যের বিরোধী দলগুলো।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, ‘তৃণমূলের ঘনিষ্ঠদের চাকরি হয়েছে। বাম কাউন্সিলর তৃণমূলে গিয়েই চাকরি পেলেন। গাইডলাইন অমান্য করে চাকরি পেয়েছেন ওনারা।’ ‘কাউন্সিলরের স্ত্রী, ছেলে, গোটা পরিবার চাকরি পেয়েছে তৃণমূলের দৌলতে’, স্থানীয় এফএফআই নেতা অঙ্কিত রায়ের অভিযোগ এমনই। যদিও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাফ কথা, ‘রাজ্যকে বদনাম করার প্রচেষ্টা। অভিযোগ প্রমাণ করা অভিযোগকারীদের দায়িত্ব!’

শাসকদলের দাবি, মেধার ভিত্তিতেই চাকরি হয়েছে। যদিও এ কথা মানতে নারাজ বিরোধীরা। অতএব তালিকা প্রস্তুতির পথে রাজনৈতিক দলগুলো। গত বছরে শাসকদলের কোন কোন অনুগামী চাকরি পেয়েছে, এই তালিকা ইডির হাতে তুলে দেওয়ার কথা ভাবছে বিরোধীরা।