Basirhat News: নতুন রুট চালু, বিপাকে পুরনো অটো চালকরা

Basirhat News: নতুন রুট চালু, বিপাকে পুরনো অটো চালকরা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 03, 2023 | 6:48 PM

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থেকে শিতুলিয়া রুটের অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা অটো চালকদের যে সমস্যা, তার কোনো সমাধান না হওয়ায় বিশপুরের শেখপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থেকে শিতুলিয়া রুটের অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা অটো চালকদের যে সমস্যা, তার কোনো সমাধান না হওয়ায় বিশপুরের শেখপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধকারীদের অভিযোগ, হাসনাবাদ থেকে শিতুলিয়া রুটে মাস কয়েক আগে নতুন একটি অটো রুট চালু করা হয়।

কিন্তু জানা গিয়েছে, পুরানো অটো ইউনিয়নের চালকরা ঐ নতুন অটো রুটের বিরোধীতা করে। কারণ, পুরানো অটো ইউনিয়ন চালকরা দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রী পরিষেবা দিয়ে রুজি রোজগার করে আসছে। এই নতুন রুট চালু হওয়ায় তারা বেশ বিপাকে পড়েছেন। অবরোধকারীরা বলেন, “অবৈধ ভাবে ঐ নতুন রুট চালু করা হয়েছে। এইভাবে অবৈধ গাড়ি চললে আমরা না খেয়ে মরে যাবো। এতদিন বিপদে-আপদে, ঝড়-বর্ষায় আমারাই যাত্রীদের পরিষেবা দিয়ে এসেছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।” প্রসঙ্গতঃ এর আগেও বেশ কয়েকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। তবে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান না হওয়ায় এদিন তারা ফের রাস্তায় নামে। ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।